কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে হোলি, প্রতীকী ছবি
বসন্ত মানেই প্রকৃতির নানা রংয়ে মেতে ওঠা। প্রকৃতির সেই রং মানুষের জীবনে রংয়ের ছোঁয়া দেয়। ভারতে পালিত হয় দোল বা হোলি। ভারতে এই উৎসব সাড়ম্বরে পালিত হয় ঠিকই, তবে ভারত ছাড়াও কয়েকটি দেশে দোল পালিত হয় সমান উৎসাহ ও উদ্দীপনায়। সেখানে আবার রংয়ের উৎসবের নাম হোলি বা দোল নয়। সেখানে তার অন্য নাম।
নেপালে রংয়ের উৎসব হোলি পালিত হয় ধুমধাম করে। নেপালের তরাই অঞ্চলে রং খেলা হয়। এখানে দোল পরিচিত ‘ফাগুন পূর্ণিমা’ নামে। আবার ত্রিনিদাদ টোবাগো-তে দোল রীতিমত ধুমধাম করে পালিত হয়।
সেখানকার শুধু ভারতীয়রা নন, স্থানীয় মানুষও এই রং খেলায় শামিল হন। ত্রিনিদাদ টোবাগোয় এই রংয়ের উৎসব এতটাই জনপ্রিয় যে সেখানে তা পরিচিত ‘ফাগুয়া’ নামে।
উনবিংশ শতাব্দীতে ভারতীয়দের হাত ধরেই সেখানকার মানুষের রং খেলার সঙ্গে পরিচয়। তারপর তা সেখানকার মানুষেরও এতটাই পছন্দের হয়ে যায় যে এখন ত্রিনিদাদ টোবাগোয় ফাগুয়া পালিত হয় রাস্তায়। বের হয় রং খেলার মিছিল। হয় দোলের গান। সে দেশের বাৎসরিক উৎসবের তালিকায় ফাগুয়া জায়গা পেয়েছে।
রং খেলার দিনটি জাতীয় ছুটির দিন মরিশাসে। এ দেশে ভারতীয়ের সংখ্যা নেহাত কম নয়। মরিশাসে যেহেতু হোলি মানে ছুটির দিন, তাই ওইদিন রাস্তায় নেমে ভারতের মতই হোলি খেলা হয়।
আমেরিকার নিউ ইয়র্ক সহ কয়েকটি শহরে সেখানে বসবাসকারী ভারতীয়রা হোলি খেলায় মেতে ওঠেন। তাঁদের সঙ্গে এই রংয়ের উৎসবে যোগ দেন মার্কিন নাগরিকেরাও।
কানাডার ভ্যাঙ্কুভার শহরে রংয়ের উৎসব পালিত হয় খুব ধুমধাম করে। সিঙ্গাপুরেও রংয়ের খেলা বেশ চুটিয়েই পালিত হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের আকাশ রংয়ের উৎসবে রঙিন হয়ে ওঠে।
ব্রিটেনে বিভিন্ন জায়গায় জড়ো হন সেখানে বসবাসকারী ভারতীয়রা। বেজে ওঠে বিভিন্ন গান। সকলে মেতে ওঠেন রং খেলায়। আর তাতে শামিল হন অনেক ব্রিটিশও।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…