হোলির রঙের মুখ ঢাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দলীয় কর্মীদের সঙ্গে হোলি খেলতে দেখা যায় তাঁকে। হোলি খেলেন বিজেপি সভাপতি অমিত শাহ। রঙিন মুখে দলীয় কর্মীদের আবদার মিটিয়ে সেলফিও তোলেন। বাসভবনে দলীয় কর্মীদের সঙ্গে হোলি খেলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। ছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীও। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বাড়িতেও পালিত হয় হোলি উৎসব। এছাড়া দেশ জুড়েই এদিন হোলির উৎসব পালিত হয়। রঙে আবিরে রঙিন হয়ে ওঠেন মানুষজন। অনেক জায়গায় সঙ্গে ছিল ভাং আর ঠান্ডাইয়ের আয়োজনও। উদয়পুরে পরম্পরা মেনে কাদা মেখে হোলি খেলেন মহিলারা।