National

হোলিতে রঙ খেলল গুগল ডুডল

Published by
News Desk

হোলির রংয়ে মাতোয়ারা গোটা দেশ। তাই তারাই বা বাদ যায় কেন? হোলির দিন তাই রঙ খেলায় মাতল গুগলের ডুডলও। ঢাকঢোল হাতে, রঙিন পিচকারি নিয়ে তারাও রঙয়ে মাখামাখি। কেউ বালতি ভর্তি রঙ নিয়ে ছুটছে। কারও হাতে আবার আবিরের ডালা। চতুর্দিকে শুধু রঙ আর রঙ। সকলেই নাচের ছন্দে উদ্বেল। খুশিতে মতোয়ারা। ভারতের এই চেনা রঙিন খুশিতে এদিন নেচে উঠেছে, মেতে উঠেছে সার্চ ইঞ্জিন গুগলের ডুডলও।

লাল, নীল, সবুজ, হলুদে মাতোয়ারা তারাও। হোলির দিন তাই গুগল খুললেই রঙিন সাজে সামনে আসছে ডুডল। তারাও আজ দেশবাসীর সঙ্গে রঙের আনন্দে সামিল, খুশিতে আত্মহারা।

Share
Published by
News Desk