National

হোলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী

Published by
News Desk

আজ হোলি। রঙিন এই উৎসবে সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক ট্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, হোলির শুভ মুহুর্তে দেশবাসীকে শুভেচ্ছা। ভারতীয় সমাজে ঐক্যের উৎসব হোলি। সকলের জীবনে এই উৎসব শান্তি, আনন্দ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক। অন্যদিকে হোলির দিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি জানিয়েছেন, হোলির পুণ্য মুহুর্তে দেশবাসীর জন্য রইল অনেক অনেক শুভকামনা।

এদিন হোলিতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটে শুভেচ্ছা এসেছে অন্য অনেক নেতামন্ত্রীর কাছ থেকেও।

Share
Published by
News Desk