National

হোলি হ্যায়…! রঙে ডুবেছে গোটা দেশ

Published by
News Desk

বৃহস্পতিবার ছিল বাংলায় দোল। রঙের উৎসব। কিন্তু ওদিন দেশের বাকি অংশ কাটিয়েছে আম কর্মব্যস্ত দিনের মতই। নিয়ম মেনে দেশ জুড়ে হোলি শুক্রবার। সেইমত এদিন সকাল থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে রঙ খেলা। রঙের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। গ্রামাঞ্চলগুলিতে হোলি পালিত হচ্ছে চিরাচরিত ঢংয়ে। সকাল থেকেই রঙয়ে রঙয়ে রাঙিয়ে যাচ্ছে খেতের ফসল থেকে মাঠঘাট। মানুষ থেকে প্রকৃতি। সঙ্গে চলছে হোলির গান। ঢোল বাজিয়ে নিজেদের মত করে সকলে মেতে উঠেছেন হোলির আনন্দে।

আবার মুম্বই, দিল্লি, আমেদাবাদ, বেনারস, লখনউয়ের মত দেশ জুড়ে ছড়িয়ে থাকা ছোট বড় শহরেও এদিন হোলির খুশিতে মশগুল মানুষ। অনেক জায়গায় এদিন আবার স্টেজ করে ডিজে এনে হৈহৈ করে পালিত হয় হোলি। অনেক জায়গায় ব্যবস্থা হয় রেন ডান্সের। ফোয়ার মত ওপর থেকে পড়তে থাকে রঙিন জল। আর তার নিচে নিজের মত করে আনন্দে ডিজের তালে তালে নাচতে থাকেন সব বয়সের মানুষ। একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। রঙয়ে রঙয়ে রাঙিয়ে দেন।

হোলি পার্টিরও আয়োজন হয় অনেক জায়গায়। রঙয়ের সঙ্গে সঙ্গে চলে খাওয়া দাওয়া। ঠান্ডাই তো বটেই, সঙ্গে থাকে জিলিপি, কেশর লাড্ডু, রাবড়ির মত নানা মন ভাল করা মিষ্টি। সব মিলিয়ে হোলির দিন সকাল থেকেই গোটা দেশ মাতোয়ারা হোলির উৎসবে। সব জায়গায় সকাল থেকে একটাই আওয়াজ গুঞ্জরিত হয়ে আকাশ বাতাস রঙিন করে তুলছে। হোলি হ্যায়…!

Share
Published by
News Desk