Categories: Kolkata

আজ দোল, রঙের উৎসবে মাতোয়ারা বাংলা

Published by
News Desk

আজ দোল। সকাল থেকেই রং, পিচকারি হাতে উঠোন, দালান বা রাস্তায় নেমে পড়েছে কচিকাঁচার দল। নানা রঙের বাহারে খুশিতে মাতোয়ারা ছোটরা। পিছিয়ে নেই বড়রাও। বেলা বাড়তেই রংবাজি শুরু। দোলের অনন্দে মেতে ওঠে শহরবাসী। দোল উপলক্ষে সকালে অনেক এলাকায় প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। রবীন্দ্র সঙ্গীতের সুরে শিশুদের অনেক জায়গায় নৃত্যানুষ্ঠানেরও আয়োজন হয়েছিল। সাধারণ মানুষের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন সেলিব্রিটিরাও। এদিকে প্রতি বছরের মত এবারেও শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালিত হল আড়ম্বরে। রীতি মেনে ওরে গৃহবাসীর সুরে শান্তিনিকেতনের আকাশ ভরে ওঠে রঙিন ফাগে।

Share
Published by
News Desk

Recent Posts