Entertainment

‘হইচই’-য়ের হাত ধরে ইউটিউবে ‘ব্যোমকেশ’

Published by
News Desk

ব্যোমকেশ বক্সি নামটা বাঙালির কাছে একটু বেশিই সুপরিচিত। বইয়ের পাতা থেকে ইদানিংকালে ব্যোমকেশ আবার রূপোলী পর্দায় ঘুরে ফিরে আসছেন। তথাকথিত সুপরিচিত পরিচালকদের এখন পছন্দের সাবজেক্ট ব্যোমকেশ বক্সি। এতদিন টিভির পর্দা থেকে সেলুলয়েডের পর্দা, সর্বত্রই সফল ব্যোমকেশ এবার পা রাখল ইউটিউবে। ইন্টারনেটের রমরমা জগতে ইউটিউব সিনেমা বানানোর রেওয়াজ এখন বেশ পরিচিত। সেই রাস্তায় হেঁটে ‘হইচই’ এবার ইউটিউবে নিয়ে এল ব্যোমকেশ। ১ ঘণ্টার জমজমাট ওয়েব সিরিজ। জায়গা পেয়েছে ব্যোমকেশ বক্সির ২টি কাহিনি। ‘সত্যান্বেষী’ ও ‘পথের কাঁটা’। পরিচালক সায়ন্তন ঘোষাল।

ব্যোমকেশ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। অজিত হয়েছেন সুব্রত দত্ত। প্রথম এপিসোডে এই ২টি গল্প নিয়ে টানটান এক ঘণ্টায় ক্যামেরার কাজ চোখে পড়ার মতন। ব্যোমকেশের চরিত্র বেশ নজর কাড়ে। একটু অন্যভাবে ব্যোমকেশকে নিয়ে নাড়াচাড়া করতে দেখা গেছে ২টি গল্পে। ভাললাগার রসদের অভাব নেই।

এই এপিসোডে সত্যবতীর ভূমিকা নেই। তবে সত্যবতীর চরিত্রে পরবর্তীকালে দেখা যাবে রিধিমা ঘোষকে। প্রথম কাজ নিয়ে খুব স্বাভাবিকভাবেই আশাবাদী পরিচালক থেকে কলাকুশলী সকলেই। ইতিমধ্যে দ্বিতীয় এপিসোডও কার্যত তৈরি। সেখানেও থাকবে ব্যোমকেশের ২টি গল্প, ‘মাকড়সার রস’ ও ‘অর্থমঅনর্থম’।

ইউটিউবে ওয়েব সিরিজের চল বাড়ছে। সেই নয়া সংস্কৃতির হাত ধরে ব্যোমকেশ আত্মপ্রকাশ করছে আগামী শনিবার, ১৪ অক্টোবর। কাজে যত্নের অভাব নেই। এখন মানুষের কাছে তা কতটা নিজের জায়গা করে নেয় সেটা সময়ই বলবে।

Share
Published by
News Desk

Recent Posts