Sports

মিনি বিশ্বকাপ, ব্রোঞ্জ পেল ভারত, সেরা অস্ট্রেলিয়া

Published by
News Desk

ভুবনেশ্বরে হকি ওয়ার্ল্ড লিগ ফাইনাল প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। তৃতীয় স্থান নির্ণায়ক লড়াইয়ে জার্মানিকে ২-১ গোলে হারায় ভারত। দলের ৭ গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল জার্মানরা। তাদের সেরা গোলকিপার মার্ক আপেলকে বাধ্য হয়ে নামতে হয় একজন ফরোয়ার্ড হিসেবে। ২১ মিনিটে ভাঙাচোরা জার্মানির দুর্গে প্রথম ফাটল ধরান ভারতীয়রা। গোল করে দলকে এগিয়ে দেন এস ভি সুনীল। কিন্তু সবাইকে চমকে দিয়ে ম্যাচের ৩৬ মিনিটে জার্মানির হয়ে গোল শোধ করেন তাদের মেকশিফ্ট ফরওয়ার্ড আপেল।

ম্যাচের ৫৪ মিনিটে হরমনপ্রীত সিংহ পেনাল্টি থেকে জয়ের ঠিকানা লেখা গোলটি করেন। তবে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ভাঙাচোরা জার্মানরা সিংহের মতো লড়ে গিয়ে জয় করেছেন দর্শকদের মন। অন্যদিকে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে হকির মিনি বিশ্বকাপের শিরোপা আরও একবার মাথায় তুলল অস্ট্রেলিয়া।

Share
Published by
News Desk

Recent Posts