SciTech

ভূমি থেকে ৬ কিলোমিটার উচ্চতায় হেলিকপ্টার ওড়াল হিন্দুস্তান অ্যারোনটিকস

Published by
News Desk

পুরনো চেহারা। কিন্তু কাজটা নতুন। একেবারে তাক লাগিয়ে দেওয়ার মত। কেন্দ্রীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যাল এদিন এক নতুন সাফল্য ছুঁল। ভূমি থেকে ৬ কিলোমিটার উচ্চতায় লাইট ইউটিলিটি হেলিকপ্টার ওড়াল তারা। তাও সাফল্যের সঙ্গে।

ভূমি থেকে যত উপরে ওঠা যায় ততই ঠান্ডা পেয়ে বসতে থাকে। সেখানে ভূমি থেকে ৬ কিলোমিটার উচ্চতায় একটা লাইট ইউটিলিটি হেলিকপ্টার ওড়ানো সহজ কথা নয়। অবসরপ্রাপ্ত উইং কমান্ডার উন্নি কে পিল্লাই ও প্রাক্তন উইং কমান্ডার অনিল বামভানি চপারটিকে ওই উচ্চতায় তুলে নিয়ে যান। ৩ টন ক্লাসের এক ইঞ্জিনের এই লাইট ইউটিলিটি হেলিকপ্টারকে ওড়ানো কিন্তু এঁদের জন্য এদিন একটা চ্যালেঞ্জ ছিল।

আগামী ২০১৯ সালে অনেক উচ্চতায় প্রবল ঠান্ডায় প্রতিকূল অবস্থায় হেলিকপ্টার ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে হ্যাল। তার আগে এদিনের সাফল্য অবশ্যই তাদের মনোবল অনেকটা বাড়িয়ে দিল।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk