Entertainment

হিনা খানের চুলের মুঠি ধরে টান, মলে হেনস্থার শিকার বিস বস প্রতিযোগী

Published by
News Desk

বিগ বস ১১, টিভির পর্দায় এই অনুষ্ঠানের জনপ্রিয়তা প্রশ্নাতীত। বিশেষত নতুন প্রজন্মের মধ্যে বিগ বস নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতন। সেই অনুষ্ঠানের প্রতিযোগীদের লাইভ ভোট করার জন্য দিল্লির একটি মলে হয়েছিল বন্দোবস্ত। অন্য ৪ প্রতিযোগীর সঙ্গে সেখানে হাজির হয়েছিলেন বিগ বস ১১-র জনপ্রিয় মুখ হিনা খান। প্রতিযোগীদের জন্য একটি খাঁচা রাখা হয়েছিল মলের ঠিক মাঝখানে। মল ছিল কানায় কানায় পূর্ণ। হাতে মোবাইল ক্যামেরা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় হিনা ও শিল্পার ছবি তোলার জন্য। অভিযোগ এই সময়ে ভিড়ের মধ্যে থেকে হিনা খানের চুলের মুঠি ধরে কেউ টেনে দেয়। চিৎকার করে ওঠেন হিনা। এরপর অনুরাগীদের সঙ্গে যখন শিল্পা কথা বলছেন তখনও নাকি হিনাকে চুল ধরে হেনস্থা করে ভিড়ের মধ্যে থাকা কেউ।

এই ঘটনার পর আর ঝুঁকি নেননি সুরক্ষার দায়িত্বে থাকা কর্মী ও উদ্যোক্তারা। দ্রুত বিস বস প্রতিযোগীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মাত্র ১৫ মিনিটই সেখানে উপস্থিত থাকার সুযোগ পান ৪ প্রতিযোগী। পরে অবশ্য ভোটাভুটি যেমন চলছিল চলেছে। এদিকে হিনা খানের সঙ্গে এই অভব্যতার কাহিনি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে। ভাইরাল হয় চুল টানার ছবিও।

Share
Published by
News Desk