National

মথুরায় হোলি খেললেন হেমা মালিনী

Published by
News Desk

উত্তরপ্রদেশে বিজেপির বিশাল জয়ের পর হোলির আগের দিন মথুরায় নিজের কেন্দ্রে হোলিতে মাতলেন বিজেপি সাংসদ হেমা মালিনী। ব্রজভূমির হোলি বিখ্যাত। এখানে হোলির দিন বলে নয়, হোলি চলে প্রায় দিন ১৫। লেগে থাকে অনুষ্ঠান, রং খেলা। ফলে হোলির আগের দিনও রঙে রেঙেছিলেন মথুরাবাসী।

এদিন সেই রং খেলায় সামিল হলেন হেমা মালিনী। লাল আবীরে মুখ ঢেকে সকলকে হোলির শুভকামনা জানালেন। হোসপাইপে গেরুয়া রঙ ছড়িয়ে দিলেন অগণিত মানুষের ওপর। তাঁকে পেয়ে তাঁর সঙ্গে কিছুটা ফুলের হোলিও খেলেন কর্মী-সমর্থকেরা।

(হেমা মালিনীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – ড্রিমগার্লহেমা)

Share
Published by
News Desk