Entertainment

বালি বেড়াতে গিয়ে বাঁদরের পাল্লায় পড়লেন অভিনেত্রী, পুড়ল বক্ষদেশ

তাঁর ৩ সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই বেড়ানোর মজা লাটে উঠল তাঁর। বাঁদরের পাল্লায় পড়ে কি হল তা জানালেন অভিনেত্রী।

Published by
News Desk

বড়দিনটা ৩ ছেলেমেয়ে তাদের বাবার সঙ্গে কাটায়েছিল। নতুন বছরের শুরুটা কাটাল মায়ের সঙ্গে। মা বিখ্যাত অভিনেত্রী। তবে সেই ব্যস্ততার ফাঁকেই সন্তানদের জন্য সময় বার করে নিয়েছিলেন তিনি। ৩ সন্তানকে নিয়ে অভিনেত্রী হাজির হয়েছিলেন বালি-তে। সেখানেই ঘটে ঘটনাটা।

যা কার্যত তাঁর নতুন বছরের নির্মল আনন্দ উপভোগটা সেভাবে করতে দিল না। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি বালিতে ৩ সন্তানকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন। সেই সময় তিনি বাঁদরের পাল্লায় পড়েন।

বেশ কয়েকটি বাঁদর তাঁদের দিকে এগিয়ে আসে। তারপর আচমকাই তাঁর রোদ চশমাটি নিয়ে চম্পট দেয়। রোদ চশমাটি যে মিউ মিউ সানগ্লাস ছিল তাও জানিয়েছেন অভিনেত্রী।

শুধু দামি সানগ্লাস নিয়েই ছেড়ে দেয়নি শাখামৃগেরা। তারা এরপর টার্গেট করে তাঁর সন্তানদের নিন্টেন্ডো সুইচ। এই নিন্টোন্ডো সুইচ ভিডিও গেম খেলার একটি উপায়। সেই যন্ত্রটিও নিয়ে পালায় বাঁদররা। ২টি জিনিস তাঁর খোয়া যায়। বাঁদররা তা আর ফেরত দেয়নি।

অভিনেত্রী হেলেন ফ্লানাগান আরও জানান তাঁর সন্তানরা এতই হইচই করছিল যে তিনি তাদের সামলাতে গিয়ে নিজের বক্ষদেশ পুড়িয়ে ফেলেন। অবশ্যই আগুনে নয়, সূর্যালোকে। যাকে বলে সানবার্ন।

সে ছবিও হেলেন ফ্লানাগান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে অভিনেত্রী এটাও জানিয়েছেন যে এই ঘটনা তাঁর একটা বিলাসবহুল ছুটির আনন্দ কিছুটা মাটি করলেও, পুরোপুরি করতে পারেনি। তিনি তার পরেও চুটিয়ে আনন্দ করেছেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk