হাঁটু ব্যথা, প্রতীকী ছবি
ছোটবেলাটা কেমন যাচ্ছে তার সঙ্গে বৃদ্ধ বয়সের সম্পর্ক কি? হতে পারে কোনও ছোটবেলায় তৈরি হওয়া শারীরিক সমস্যা থেকে গেল। এমনও হতে পারে ছোটবেলার খারাপ স্মৃতি মানসিক দিক থেকে নানা পরিবর্তন আনল। যা বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষের মানসিক চাপের কারণ হয়ে রইল।
কিন্তু এসব যদি না হয়, তাহলেও কিন্তু একটা প্রধানত বয়সকালের সমস্যা বা মধ্যবয়সী সমস্যা মাথাচাড়া দিতে পারে। ছোটবেলা বহুদিন আগে পার করে আসার পরও তার এক সুপ্ত প্রভাব জন্ম দিতে পারে ঘরে ঘরে বাড়তে থাকা এই সমস্যার। কি সমস্যা? সমস্যা প্রধানত হাড়ের।
রিউমাটয়েড আর্থারাইটিস একধরনের বাত। যা মানুষের শরীরের নানা অঙ্গকে বেঁকিয়ে দিতে পারে। অসাড় করে দিতে পারে। তা নাড়ার ক্ষমতা চলে যেতে পারে। এও একধরনের পঙ্গুত্ব ডেকে আনে।
আবার পোরিয়াসিস সমস্যাও মাথাচাড়া দিতে পারে। এসব হতে পারে অনেক বয়সে বা মধ্যবয়সে। তার সঙ্গে ছোটবেলার সম্পর্ক কি? ছোটবেলায় যারা অত্যন্ত অবহেলায় বড় হন, পারিবারিক অশান্তির শিকার হন, তাঁদের এই সমস্যা বয়সে জন্ম নিতে পারে বলে দাবি করেছেন বারমিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
একটি সফটওয়্যারের সাহায্যে গবেষণা করে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ২৬ বছর ধরে নানা তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকেরা।
আপাতদৃষ্টিতে মনে হতে পারে ছোটবেলার সঙ্গে এত বয়সের কোনও রোগের কি সম্পর্ক? গবেষকেরা কিন্তু দাবি করছেন সম্পর্ক রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা