ল্যাবরেটরি, প্রতীকী ছবি
হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি। বিশ্বজুড়ে করোনার পর এই শব্দটা ফের নতুন এক আতঙ্কের জন্ম দিয়েছে। এই ভাইরাসে আক্রান্তের খোঁজ প্রথম পাওয়া যায় চিনে। ঠিক করোনার মতই। চিনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
চিনে এর খোঁজ মেলার পরই বিশ্বের অন্য দেশগুলি সতর্ক হয়ে যায়। কিন্তু এখন বিশ্বের অন্য বেশ কয়েকটি দেশে এই ভাইরাসের খোঁজ মিলেছে। ভারত যদিও সেই তালিকায় এতদিন পড়ছিল না। কিন্তু এবার পড়ে গেল। কারণ বেঙ্গালুরুতে ২ শিশুর দেহে এই ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে।
একটি শিশুর বয়স ৩ মাস, অন্যটির ৮ মাস। তাদের চিকিৎসা চলছে। এই ২ শিশুর কিন্তু কোনও বাইরে যাওয়ার ইতিহাস নেই। তারা কখনওই ভারতের বাইরে যায়নি। বিদেশ ফেরত কারও সংস্পর্শেও আসেনি।
তাই এই ২ শিশুর এইচএমপিভি আক্রান্তের সঙ্গে চিন যোগ আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। তবে ভারতেও যে এই আতঙ্কের দেখা মিলেছে তা পরিস্কার। কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ শুরু করেছে। বিষয়টি মোকাবিলা নিয়ে বৈঠক হচ্ছে।
সাধারণভাবে এর ঠান্ডা লাগার মত উপসর্গ দেখা যায়। কিন্তু তা যে কোনও সময়ে শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার দিকে মোড় নিতে পারে। শিশু, বৃদ্ধ এবং যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম তাঁদের দেহে এইচএমপিভি ভাইরাস মাথা চাড়া দিতে পারে।
কেন্দ্রীয় সরকার বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না। আগেভাগেই তৈরি থাকতে চাইছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসরকারগুলিও যে কোনও পরিস্থিতি মোকাবিলায় বৈঠক শুরু করেছে। তবে সাধারণ মানুষকে বিষয়টি নিয়ে অহেতুক আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…