Health

শেষ রক্ষা হল না, ভারতেও ২ শিশুর দেহে মিলল এইচএমপিভি ভাইরাস

সারা দুনিয়া ফের সন্ত্রস্ত। কারণ এইচএমপিভি ভাইরাস। যার যোগসূত্রে সেই চিন। ক্রমে অন্য দেশেও এই ভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছে। এবার ভারতও বাদ গেলনা।

Published by
News Desk

হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি। বিশ্বজুড়ে করোনার পর এই শব্দটা ফের নতুন এক আতঙ্কের জন্ম দিয়েছে। এই ভাইরাসে আক্রান্তের খোঁজ প্রথম পাওয়া যায় চিনে। ঠিক করোনার মতই। চিনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

চিনে এর খোঁজ মেলার পরই বিশ্বের অন্য দেশগুলি সতর্ক হয়ে যায়। কিন্তু এখন বিশ্বের অন্য বেশ কয়েকটি দেশে এই ভাইরাসের খোঁজ মিলেছে। ভারত যদিও সেই তালিকায় এতদিন পড়ছিল না। কিন্তু এবার পড়ে গেল। কারণ বেঙ্গালুরুতে ২ শিশুর দেহে এই ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে।

একটি শিশুর বয়স ৩ মাস, অন্যটির ৮ মাস। তাদের চিকিৎসা চলছে। এই ২ শিশুর কিন্তু কোনও বাইরে যাওয়ার ইতিহাস নেই। তারা কখনওই ভারতের বাইরে যায়নি। বিদেশ ফেরত কারও সংস্পর্শেও আসেনি।

তাই এই ২ শিশুর এইচএমপিভি আক্রান্তের সঙ্গে চিন যোগ আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। তবে ভারতেও যে এই আতঙ্কের দেখা মিলেছে তা পরিস্কার। কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ শুরু করেছে। বিষয়টি মোকাবিলা নিয়ে বৈঠক হচ্ছে।

সাধারণভাবে এর ঠান্ডা লাগার মত উপসর্গ দেখা যায়। কিন্তু তা যে কোনও সময়ে শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার দিকে মোড় নিতে পারে। শিশু, বৃদ্ধ এবং যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম তাঁদের দেহে এইচএমপিভি ভাইরাস মাথা চাড়া দিতে পারে।

কেন্দ্রীয় সরকার বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না। আগেভাগেই তৈরি থাকতে চাইছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসরকারগুলিও যে কোনও পরিস্থিতি মোকাবিলায় বৈঠক শুরু করেছে। তবে সাধারণ মানুষকে বিষয়টি নিয়ে অহেতুক আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare