Health

ওষুধের পাতায় লাল দাগ থাকে বিশেষ কারণে, জেনে রাখুন কারণটা

ওষুধ কিনতে গেলে অনেক সময় ওষুধের পাতা বা বাক্সের ওপর লাল একটি লাইন দেখতে পাওয়া যায়। এটি বিশেষ একটি কারণে দেওয়া হয়।

Published by
News Desk

ওষুধের দোকানে ওষুধ কেনার সময় অনেকেই লক্ষ্য করেছেন যে বেশ কয়েকটি ওষুধের পাতায় একটি লাল দাগ ওপর থেকে নিচ পর্যন্ত টানা থাকে। অনেক ওষুধ যা বাক্সে বিক্রি হয়, সেসব বাক্সেও এমন লাল দাগ দেখতে পাওয়া যায়। দেখেছেন অনেকেই, কিন্তু কেন দেওয়া হয় তা নিয়ে অনেকে ভেবে দেখেননা।

এদিকে আবার অনেকে ওষুধের দোকানে গিয়ে নিজেদের মত ওষুধ কিনে নেন। আগে যে ধরনের উপসর্গ সারাতে একটি ওষুধ খেয়েছিলেন, সেই ওষুধের নাম বলে কিনে নেন। মনে করেন ওটাতেই সেরে যাবে রোগ।

এজন্য আর চিকিৎসকের প্রয়োজন নেই। কিন্তু এমন অনেক ওষুধ রয়েছে যা এমনভাবে নিজের মত খাওয়া যে কারও জন্য বিপজ্জনক হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ খাওয়া উচিত নয়।

যেসব ওষুধ একেবারেই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়, সেসব ওষুধেরই পাতা বা বাক্সের ওপর এই লাল দাগ দেওয়া থাকে। যাতে ওষুধ বিক্রেতা জানতে পারেন ওটা প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা উচিত নয়।

চিকিৎসকের করে দেওয়া প্রেসক্রিপশনে যদি ওই ওষুধের উল্লেখ থাকে তবেই তা গ্রাহককে দেওয়া উচিত ওষুধ বিক্রেতার। অন্যদিকে এই দাগ ক্রেতাদেরও সতর্ক করার কাজ করে। এমন দাগ থাকা ওষুধ নিজের ইচ্ছেমত কিনে খাওয়া একেবারেই উচিত নয় বলে তাঁদের সতর্ক করে এই লাল দাগ।

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts