Health

আপনার চুলই বলে দেবে আগামী দিনে এই কঠিন রোগে আক্রান্ত হবেন কিনা

চুল দেখে যে আগামী দিনে কেউ এক রোগে আক্রান্ত হতে চলেছেন কিনা তা বলে দেওয়া সম্ভব তা এতদিন ভাবনার অতীত ছিল। কিন্তু এই নতুন সূত্র খুঁজে পেলেন গবেষকেরা।

Published by
News Desk

পুরুষদের ক্ষেত্রে চুল বড় হলে তিনি কেটে ফেলেন। ময়লা হলে শ্যাম্পু করেন। যাতে তাঁকে দেখতে ভাল লাগে সেজন্য হেয়ার স্টাইলও করেন।

মহিলাদের ক্ষেত্রেও একই। মহিলারা হয়তো চুলের একটু বেশি যত্ন ও স্টাইলে সময় দেন। কিন্তু চুলের অস্তিত্ব এর মধ্যেই সীমিত বলে সকলের জানা ছিল।

এখন কিন্তু নেদারল্যান্ডসের ইরাসমাস ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার রটারডাম-এর গবেষকেরা কারও চুল দেখে তিনি এক কঠিন রোগে আক্রান্ত হবেন কিনা তা বলে দিচ্ছেন।

গবেষকেরা জানাচ্ছেন, মানুষ যদি প্রবল মানসিক চাপের মধ্যে কাটান তাহলে তাঁর চুলে গ্লুকোকর্টিকয়েড স্তর বৃদ্ধি পেতে থাকে। গ্লুকোকর্টিকয়েড হল এক ধরনের স্টেরয়েড হরমোন যা মানুষের যত স্ট্রেস বাড়ে ততই বাড়তে থাকে।

তাই চুলে যদি দীর্ঘমেয়াদী ভিত্তিতে গ্লুকোকর্টিকয়েড স্তর বৃদ্ধি পেয়ে আছে বলে দেখা যায় তাহলে এটা ধরে নেওয়া যেতেই পারে যে কেউ আগামী দিনে হৃদরোগে আক্রান্ত হতে পারেন।

৬ হাজার ৩৪১ জনের ওপর পরীক্ষা চালিয়ে এই বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন গবেষকেরা। যার মানে দাঁড়ায় বর্তমানে কেউ হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত না হলেও তিনি তা হতে পারেন কিনা তা বলে দেবে তাঁর চুল। চুল যে এভাবে আসন্ন রোগ নির্ণয়ে লাগতে পারে তা বোধহয় মানুষ ভেবে উঠতে পারেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts