Health

ভারতে চল্লিশোর্ধ ২৯ শতাংশ পুরুষ সঙ্গমে অনাগ্রহী, বলছে গবেষণা

Published by
News Desk

ভারতের ৪০ বছরের বেশি বয়সী পুরুষদের প্রতি ৩ জনের মধ্যে ১ জন যৌন অনিচ্ছায় ভুগছেন। তাঁদের মধ্যে যৌন সঙ্গমের ইচ্ছার ঘাটতি দেখা যাচ্ছে। এর মূল কারণ এনার্জি-র অভাব। যথেষ্ট এনার্জি না থাকায় তাঁরা সঙ্গম থেকে বিরত রাখছেন নিজেদের। তাঁদের মধ্যে যৌন ইচ্ছা কাজই করছেনা। এমনই এক চমকে দেওয়া তথ্য গবেষণার মধ্যে দিয়ে তুলে এনেছেন শ্রী গঙ্গারাম হাসপাতালের গবেষকেরা।

চিকিৎসকেরা বলছেন এর আসল কারণ হল টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি সিনড্রোম। শরীরে টেস্টোস্টেরন হরমোনের অভাব চল্লিশোর্ধ পুরুষদের অনেকের মধ্যে একটা ক্লান্তি এনে দিচ্ছে। যার ফলে তাঁরা নিজেদের যৌন সঙ্গম থেকে দূরে রাখছেন। এর ফলে তাঁদের বীর্যপাতের পরিমাণও কমছে।

এই গবেষণার জন্য গবেষকরা ৭৪৫ জনকে বেছে নেন। তাঁদের ওপর গবেষণা চালিয়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাঁরা। শ্রী গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক তথা এই গবেষণার প্রধান সুধীর চাঢা জানিয়েছেন, দেহে টেস্টোস্টেরনের ঘাটতি, ভিটামিন ডি-এর ঘাটতি, মধুমেহ ও হৃদরোগ, এগুলির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যাঁদের ওপর গবেষণা করা হয়েছিল তাঁদের মধ্যে ২৮.৯৯ শতাংশ মানুষের মধ্যে এই যৌন অনিচ্ছার বিষয়টি দেখা গেছে। যা থেকে গবেষকরা দাবি করছেন দেশের চল্লিশোর্ধ প্রতি ৩ জনের মধ্যে ১ জন পুরুষ এই যৌন অনিচ্ছার সমস্যায় ভুগছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts