Health

শুধু সাপ নয়, মানুষও খোলস ছাড়ে, কতদিন অন্তর সে তথ্যও চমকপ্রদ

সকলেই জানেন সাপ খোলস ছাড়ে। কিন্তু সাপ বলে নয়, মানুষও খোলস ছাড়ে। তবে তা নজর কাড়ে না। বছরে কতবার মানুষ খোলস ছাড়ে সে তথ্য বেশ চমকপ্রদ।

Published by
News Desk

সাপের খোলস ছাড়া সকলের জানা। সে খোলস দেখতেও পাওয়া যায়। কিন্তু খোলস কি কেবল সাপই ছাড়ে? মানুষ ছাড়ে না? মানুষও খোলস ছাড়ে।

প্রতিটি মানুষই তাঁর পুরনো চামড়া ত্যাগ করেন একটা সময় অন্তর। তাও নেহাতই অল্প কিছুদিন অন্তর। সেই হিসাব অবাক করতে পারে সকলকে। মনে হতে পারে কই বুঝতে পারি না তো! এটা ঠিক যে মানুষ তা বুঝতে পারেননা। কিন্তু খোলস তাঁরাও ছাড়েন।

মানুষ খোলস ছাড়ে ১ মাস অন্তর। কিছুটা অবাক হতে পারেন এটা জেনে যে প্রতি মাসে ১ বার করে মানুষ তাঁর পুরনো চামড়া ত্যাগ করেন। সেখানে নতুন চামড়া পড়ে যায়।

এভাবে বছরে ১২ বার তো মানুষ তাঁর চামড়া পরিবর্তন করেনই। বছরে ১২ বার চামড়া বদলে যান, অনেকেই জানতেও পারেননা। কিন্তু নতুন পোশাকের মতই বদল হয় চামড়ার। নতুন চামড়া শরীর ঢেকে ফেলে।

বিজ্ঞানীরা বলছেন মানুষ তাঁর একটা জীবনে ১ হাজার বার চামড়া বদল করেন। বলা ভাল বদলে যায়। মানুষ তার খবরও রাখেন না। হাজারটা নতুন নতুন চামড়ায় জীবনটা কাটান তাঁরা।

মানুষ প্রতিদিন প্রতি মিনিটে ত্বকের কোষ ত্যাগ করেন। কিন্তু আমূল চামড়াটাই বদলে যায় ১ মাসে। তাই সাপ বলেই নয়, মানুষও তাঁর পুরনো ত্বক ত্যাগ করেন। ফারাক শুধু এটাই যে সাপেরটা দেখা যায়, মানুষেরটা দেখা যায়না।

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts