Health

এ যেন শাপে বর, ২টি শারীরিক সমস্যা কমিয়ে দিচ্ছে স্ট্রোকের সম্ভাবনা

এ যেন শাপে বর প্রবাদের নিখুঁত উদাহরণ। ২টি শারীরিক সমস্যা যাঁদের রয়েছে তাঁদের ক্ষেত্রে কমে যাচ্ছে স্ট্রোকের সমস্যা। বলছে গবেষণা।

Published by
News Desk

শারীরিক সমস্যা মেটা জরুরি। কিন্তু ২টি শারীরিক সমস্যা কমিয়ে দিচ্ছে স্ট্রোকের সম্ভাবনা। এমনই দাবি করছেন গবেষকেরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে এবং যাঁরা মধুমেহ রোগ বা ডায়াবেটিসে ভুগছেন তাঁদের ক্ষেত্রে একটি বিষয় দেখতে পাওয়া যাচ্ছে।

তাঁরা ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে থাকেন। তবে তাঁদের এই ২টি শারীরিক সমস্যা থাকায় তাঁদের বয়স যত বাড়ে ততই তাঁদের স্ট্রোকের সমস্যা কমতে থাকে।

স্ট্রোকের ঝুঁকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে। সেটা তাঁদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাঁদের ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের সমস্যা রয়েছে।

যদিও এই ২টি সমস্যা শরীরের জন্য মোটেও ভাল নয়। তবে তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রোকের সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। কিন্তু শুধু সেটাই হচ্ছে, বাকি সমস্যার সম্ভাবনা পুরোদস্তুর থেকে যাচ্ছে।

যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা নেই বা ডায়াবেটিস নেই, তাঁদের এমনিতেই স্ট্রোকের সম্ভাবনা কম থাকে। অন্যদিকে গবেষকেরা ২টি দল তৈরি করে গবেষণা চালান। একটি দলে ছিলেন ৪৫ থেকে ৬৯ বছর বয়সীরা। অন্য দলে ছিলেন ৭৪ বছর বয়সী বা তাঁদের চেয়ে বয়স্ক মানুষজন।

দেখা গেছে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকে প্রথম দলের মানুষের চেয়ে ৭৪ বছরের বেশি বয়সীদের স্ট্রোকের সম্ভাবনা কমেছে। তবে এটা গবেষণালব্ধ ফল মাত্র। এটা এখনও নিশ্চিত করে বলা হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts