Health

নতুন এই গবেষণার কথা জানার পর অনেকেই মদ্যপান ছাড়তে চাইবেন

নতুন এক গবেষণা এবার যা জানাল তা জানার পর অনেকেই মদ্যপান ছেড়ে দিতে চাইবেন। আর সে কথা ভাবার পিছনে যথেষ্ট কারণও রয়েছে।

Published by
News Desk

মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এমন এক সতর্কবার্তা সব ধরনের মদের বোতলের ওপরই লেখা থাকে। আবার অনেক সময় এমন কথাও অনেকের মুখে শোনা গেছে যে মদ্যপানে স্বাস্থ্যের কিছু উপকারও হয়।

নতুন একটি গবেষণা কিন্তু মদ্যপানের স্বাস্থ্যকর দিকও থাকতে পারে এমন দাবি খারিজ করে দিয়েছে। বরং সেখানে গবেষকরা যে গবেষণালব্ধ তথ্য সামনে এনেছেন তা জানার পর অনেকেই মদ্যপান ছেড়ে দেওয়ার চেষ্টা করতে পারেন বা ছেড়ে দিতে পারেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের গবেষকেরা সম্প্রতি একটি গবেষণার পর দাবি করেছেন, মদ্যপানের ফলে ৫ ধরনের ক্যানসারের সম্ভাবনা বাড়ে।

আর তা হতে পারে যে কোনও ধরনের মদ্যপানেই। যার মধ্যে বিয়ার থেকে হুইস্কি, রাম থেকে ভদকা, ওয়াইন থেকে জিন, যে কোনও ধরনের মদ্যপানেই হতে পারে ক্যানসার।

গবেষণায় জানানো হয়েছে, স্তন ক্যানসার, কোলোন ক্যানসার, মুখের ক্যানসার সহ ৫ ধরনের ক্যানসারের সম্ভাবনা মদ্যপানের ফলে বাড়ে। কিন্তু মদে এমন কি থাকে যার জন্য এই ক্যানসার সম্ভাবনা বৃদ্ধির দাবি করা হচ্ছে?

গবেষকেরা জানাচ্ছেন, সে বিয়ার হোক বা ওয়াইন বা অন্য যে কোনও প্রকার মদ, সবেতেই ইথানলের অস্তিত্ব থাকে। এই ইথানলই ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

মদ্যপানের ফলে যে ক্যানসারের সম্ভাবনা বাড়তে পারে সে বিষয়ে অধিকাংশ মানুষেরই ধারনা পরিস্কার নয়। তাই মদ্যপান ও তার ফলে ক্যানসারের সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে সকলকে সজাগ করতে প্রচারও শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts