Health

মানুষের শরীরের একটি অংশ আর কোনও প্রাণির নেই

মানুষের দেহে এমন একটি অংশ রয়েছে যা অন্য কোনও প্রাণির দেহে নেই। তবে সেটি প্রখর বুদ্ধিসম্পন্ন মস্তিষ্ক নয়। একটি অন্য অঙ্গ।

Published by
News Desk

মানুষের মত বুদ্ধিমান কোনও প্রাণিই নয়। তাই মানুষের মস্তিষ্কের মত এত শক্তিশালী মস্তিষ্ক অন্য প্রাণির নেই। এমনটা মনে হতেই পারে। কিন্তু মস্তিষ্ক তো আছে। তাতে প্রাণি ভেদে বুদ্ধির তারতম্যও হয়।

কিন্তু মানুষের দেহে এমন একটি অঙ্গ রয়েছে যা ক্ষুদ্র থেকে অতিকায় আর কোনও প্রাণির দেহেই থাকেনা। চোখ, কান, পা, হাত থেকে শুরু করে অন্য প্রাণিদেহে কিছু না কিছু তো পাওয়াই যাবে। কেবল একটি অংশ কোন চেহারার প্রাণিরই থাকেনা।

মানুষের শরীরে থুতনি বা চিবুক নামে একটি অংশ বর্তমান। যা মুখের একটি অংশ। এই চিবুকের অস্তিত্ব বিশ্বের আর কোনও প্রাণির দেহে পাওয়া যায়নি। গবেষণায় তা উঠে এসেছে।

এ নিয়ে গবেষণায় দেখা গেছে মানুষের মুখের নিচের অংশে থাকা চিবুক অন্য কোনও প্রাণির থাকে না। চিবুক আসলে মানুষের চোয়ালের হাড়ের বর্ধিত অংশ। সেই হাড়ই চিবুক তৈরি করে।

চিবুকের হাড় তাই মানুষকে অন্য প্রাণির থেকে আলাদা করে। প্রাচীন কোনও করোটি দেখে যদি বুঝতে অসুবিধাও হয় যে তা মানুষেরই কিনা, তখন এই চিবুকের হাড় থাকা বা না থাকার ওপর নির্ভর করবে খুলিটি মানুষের কিনা তার সত্যতা।

কারণ অন্য কোনও প্রাণির দেহে চিবুকের অস্তিত্ব দেখতে পাওয়া যায়না। ফলে থুতনি বা চিবুক নিয়ে মানুষ গর্ব বোধ করতে পারে।

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts