Health

সময়ের আগেই বয়ঃসন্ধির মুখে মেয়েরা, দেখায় লুকিয়ে কারণ

সব কিছুর একটা সময় আছে। শরীরের ক্ষেত্রে তা প্রকৃতিগতভাবে স্থির করা থাকে। কিন্তু মানুষের কিছু প্রবণতা সেই প্রকৃতির স্থির করা সময়কে ভেঙে দিচ্ছে।

Published by
News Desk

একটা বিষয় এখন অনেক সময় নজর কাড়ছে। বালিকা অবস্থা থেকে রজঃস্বলা হওয়ার প্রকৃতিগতভাবে যে সময় রয়েছে তার অনেক আগেই রজঃস্বলা হয়ে পড়ছে মেয়েরা। দ্রুত আসছে বয়ঃসন্ধি। এটা বেশ নজরকাড়া সমস্যা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

মেয়েদের রজঃস্বলা হওয়ার একটা সময় রয়েছে। যাকে ১১ বা ১২ বছর ধরা হয়। কয়েকজনের ক্ষেত্রে তা সামান্য কম বেশি হতে পারে।

কিন্তু এই স্বাভাবিক সময়ের অনেক আগেই অনেক বালিকা রজঃস্বলা হয়ে পড়ছে বা পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে তাদের। এর একটি অন্যতম কারণ কিন্তু নির্দেশ করতে পেরেছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিক সময়ের অনেক আগেই রজঃস্বলা হওয়ার পিছনে রয়েছে মোবাইল। মোবাইল যখন দেখা হয় তখন তার থেকে একটি নীল রশ্মি বার হয়। দিনের অনেকটা সময় সেই নীল রশ্মি যদি শরীরে পড়তে থাকে তাহলে তা ক্ষতি করতে শুরু করে।

দেখা যাচ্ছে বালিকাদের ক্ষেত্রে তাদের ডিম্বাশয়ে প্রভাব বিস্তার করছে এর কুফল। যা তাদের হরমোনে পরিবর্তন আনছে। আর তাতেই অনেক সময় সময়ের অনেক আগেই তারা রজঃস্বলা হয়ে পড়ছে।

যদিও বিশেষজ্ঞেরা জানিয়েছেন মোবাইলে চোখ রাখলেই এমনটা হয় তেমন কিন্তু নয়। যারা দিনে ৬ থেকে ১২ ঘণ্টা প্রাত্যহিকভাবে মোবাইলে চোখে রেখে দেয় তাদের ক্ষেত্রেই এমনটা দেখা যাচ্ছে।

ফলে মোবাইলে প্রয়োজনটুকু মিটলে আর তা নিয়ে বসে থাকাটা কিন্তু বালিকাদের অনেক কম বয়স থেকেই সমস্যা ফেলে দিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts