Health

শুধু স্টাইল স্টেটমেন্ট নয়, অঙ্গহানি থেকেও বাঁচায় সানগ্লাস

সূর্যালোকের সঙ্গে ছুটে আসা অতিবেগুনি রশ্মি চামড়ার ক্ষতি করে। একথা সকলের জানা। কিন্তু তা আরও একটা বড় ক্ষতি করে।

Published by
News Desk

বায়ুমণ্ডলের ওজোনস্তর পাতলা হয়ে যাওয়া বা ওজোনস্তরে ফুটো তৈরি হওয়ায় এখন পৃথিবীর বুকে অনায়াসেই আছড়ে পড়ছে সূর্যালোকের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে। যা চামড়ার যে প্রবল ক্ষতি করে তা এখন প্রায় সকলের জানা।

এজন্য অনেকেই সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করেন। যা চামড়ায় লাগিয়ে বাইরে সূর্যালোকের সংস্পর্শে এলে তাঁরা মনে করেন যে তাঁরা সুরক্ষিত। এখন আর অতিবেগুনি রশ্মি থেকে তাঁদের ভয় নেই।

তাঁরা যে ভুল মনে করেন এমনটা নয়। এতে চামড়া ক্ষতিকারক এই রশ্মি থেকে অনেকটাই রক্ষা পায়। কিন্তু তারপরেও এক বড় ক্ষতি হতে থাকে।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি কেবল চামড়ারই ক্ষতি করেনা, তা চোখেরও বড় ক্ষতি করে দেয়। চোখের ম্যাকিউলা-র অবক্ষয়ের কারণ হয় এই রশ্মি।

এছাড়া চোখে ছানি পড়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। চোখের জ্যোতি কমে যাওয়ার সমস্যাও তৈরি হয়। চোখের কর্নিয়া এবং রেটিনারও ক্ষতি করে এই রশ্মি।

রোদে রাস্তায় নানা কাজে বার হতেই হয়। তখন তাই শুধু চামড়ার রক্ষাকবচ থাকলেই হবেনা, চোখকেও সমান গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। নাহলে চোখের বড় ক্ষতি করে দেবে এই অতিবেগুনি রশ্মি, সতর্ক করে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। তাই রাস্তায় বার হওয়ার সময় চোখকেও বাঁচানো জরুরি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts