Health

এটি অল্প পরিমাণে খেলেও থাকছে দ্রুত মৃত্যুর সম্ভাবনা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, জিনিসটি পানের অভ্যাস মানুষকে শীঘ্র মৃত্যুর দিকে ঠেলে দেয়। অন্তত গবেষণা তেমনই বলছে।

Published by
News Desk

কথায় বলে যাঁর যখন মৃত্যু লেখা আছে তখনই হবে। তার মানে এই নয় যে সবকিছু সেই লিখনের হাতে সঁপে অনিয়মিত জীবনযাপন করা যায়। কারণ অনিয়মিত ও শৃঙ্খলাহীন জীবনযাপন ও খাদ্যাভ্যাস মানুষকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।

এমন একটি ঘাতক পানীয় চিনি গোলা সরবত। কারণ মিষ্টি সরবত পানের অভ্যাস মানুষকে শীঘ্র মৃত্যুর দিকে ঠেলে দেয়। অন্তত গবেষণা তেমনই বলছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, মাসে ১ থেকে ৪ গ্লাস চিনি গোলা সরবত শীঘ্র মৃত্যুর সম্ভাবনা ১ শতাংশ বৃদ্ধি করে। আর সপ্তাহে ২ থেকে ৬ গ্লাস এমন সরবত শীঘ্র মৃত্যুর সম্ভাবনা ৬ শতাংশ বাড়িয়ে দেয়।

গবেষকদের দাবি, এই সম্ভাবনা পুরুষদের চেয়ে মহিলাদের ক্ষেত্রে বেশি। কারণ চিনি গোলা সরবত পুরুষদের চেয়ে মহিলাদের অনেক বেশি প্রিয়।

চিনি গোলা সরবত যেখানে আগাম মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, সেখানে ফলের রস, কার্বোনেটেড বা নন কার্বোনেটেড সফট ড্রিংক, স্পোর্টস ড্রিংক বা এনার্জি ড্রিংক এই সম্ভাবনায় লাগাম দিচ্ছে। অন্তত তেমনই দাবি করেছেন গবেষকেরা।

চিনি দিয়ে মিষ্টি করা পানীয় পানের প্রবণতা উন্নয়নশীল দেশেও এখন ক্রমশ বাড়ছে বলে সতর্ক করেছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts