Health

কোন বন্ধুর সঙ্গে সময় কাটালে ভুলে যাওয়ার রোগ দূরে থাকবে, জানাল গবেষণা

ভুলে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। কম বয়স থেকেই এই ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়। কারও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। তবে এই রোগ বাড়তে না দেওয়ার উপায় রয়েছে।

Published by
News Desk

ভুলে যাওয়ার রোগ যদি কেউ ধরাতে না চান তাহলে দরকার বিশেষ বন্ধুত্ব। এক্ষেত্রে স্কুল, কলেজ, পাড়া বা অফিসের বন্ধু হলে কিন্তু হবে না। দরকার বিশেষ বন্ধুর। যার সঙ্গে কিছুটা করে সময় কাটাতে পারলে ভুলে যাওয়ার রোগ কাছে ঘেঁষবে না। অন্তত গবেষকেরা তো তেমনই দাবি করছেন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি এখন বাড়ছে। নানা কারণ থেকে এমন সমস্যা বাড়ছে। তবে তা থেকে রক্ষা করতে পারে সেই বিশেষ বন্ধুরা।

গবেষকেরা জানাচ্ছেন কুকুর বা বেড়াল পুষে তার সঙ্গে দিনের কিছুটা সময় কাটাতে পারলে ভুলে যাওয়ার রোগ থেকে মানুষ দূরে থাকতে পারেন।

এমনকি তাঁরা জানাচ্ছেন, কুকুর বা বেড়াল বলেই নয়, খরগোশ, পাখি, মাছ, যে কোনও কিছু পোষা যেতে পারে। তবে তাদের সঙ্গে সময় কাটাতে হবে।

প্রতিদিন কিছুক্ষণ করে। আগামী দিনে ভুলে যাওয়ার রোগে ক্রমশ ডুবে যাওয়ার চেয়ে এই পথ নিতে পারাটা ভাল বলে মনে করছেন সাধারণ মানুষও।

৬ বছর ধরে গবেষণা করে পোষ্যের সঙ্গে সময় কাটিয়ে ভুলে যাওয়ার রোগকে দীর্ঘ সময় দূরে রাখার বিষয়টি সম্বন্ধে নিশ্চিত করেছেন গবেষকেরা।

৫০ বছরের ওপরের বয়সের ১ হাজার ৩০০ জন মানুষের ওপর পরীক্ষা চালিয়ে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts