Health

মৃত্যুর ঠিক আগেই মানুষ কি ভাবে, বিজ্ঞানের মোড় ঘোরালেন বিজ্ঞানীরা

পুরো ঘটনাটাই ঘটেছে অকস্মাৎ। তবে সেটাই এক অন্য দিগন্ত খুলে দিল। মৃত্যুর ঠিক আগে মানুষের মস্তিষ্কে ঠিক কি চলে তা রেকর্ড করে ফেললেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

কোনও আগাম প্রস্তুতি বা পরিকল্পনা ছিলনা। ৮৭ বছরের ওই বৃদ্ধ মৃগী রোগে আক্রান্ত হন। তাঁর মস্তিষ্কের ইলেকট্রোএনসেফালোগ্রাম বা ইইজি করা হচ্ছিল।

এই ইইজি মস্তিষ্কের ক্রিয়াকলাপ রেকর্ড করতে থাকে। এদিকে ঠিক সেই সময় আচমকাই বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে সে সময় তাঁর মস্তিষ্কের রেকর্ডিং চলছিল। সেটাই পরে দেখতে গিয়ে বিজ্ঞানীরা চমকিত হয়েছেন। বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছে ওই রেকর্ডিং। যা থেকে বিজ্ঞানীরা একটা স্পষ্ট আন্দাজ পেয়ে গেছেন যে মৃত্যুর কয়েক মিনিট আগে থেকে মানুষের মস্তিষ্কে কি চলতে থাকে।

এই পুরো বিষয়টি ‘ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরো সায়েন্স’ নামে পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর তা প্রকাশিত হওয়ার পর বিজ্ঞানীরা ও চিকিৎসক মহল তো বটেই এমনকি সাধারণ মানুষও প্রবল উৎসাহী হয়ে পড়েছেন বিষয়টি জানার জন্য।

বিজ্ঞানীরা রেকর্ডিং থেকে যা জানতে পেরেছেন তা হল মৃত্যুর ঠিক আগেই মানুষের মস্তিষ্কে এক বিশেষ ধরনের তরঙ্গ বইতে শুরু করে। যাকে বিজ্ঞানীরা বলছেন গামা ওয়েভ।

এই গামা ওয়েভ বইতে শুরু করার পর মৃত্যুপথযাত্রী মানুষটির মনে পড়তে থাকে বহু পুরনো কথা। তিনি এক স্বপ্নের জগতে চলে যান। মনে হয় তিনি যেন ধ্যান করছেন বা বিশেষভাবে মনঃসংযোগ করছেন।

তবে মৃত্যুর ঠিক আগেই যে স্মৃতি মানুষের মস্তিষ্কে ভিড় করতে থাকে তা কেবলই সুখস্মৃতিগুলিই কিনা তার জানার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts