Health

১২ বছরের ওপরের কিশোর কিশোরীদের জন্য আরও একটি টিকা

১২ বছরের ওপরের বয়সীদের জন্য জরুরি প্রয়োজনে প্রয়োগে ছাড়পত্র পেল আরও একটি টিকা। এই নিয়ে ৩টি টিকা এই বয়সীদের জন্য ছাড়পত্র পেল দেশে।

Published by
News Desk

১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ চলছে। মূলত এই টিকাকরণ দাঁড়িয়ে আছে কোভ্যাক্সিনের ওপর। এদিকে ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণ কবে চালু হবে সেদিকে তাকিয়ে সকলে।

মার্চ থেকে এই টিকাকরণ চালু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে দিনক্ষণ এখনও নিশ্চিত নয়।

কিন্তু কোন টিকা তাদের দেওয়া যাবে? এ বিষয়ে আগেই ডিসিজিআই ২টি টিকাকে অনুমোদন দিয়ে দিয়েছিল। যার মধ্যে রয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং জাইডাস ক্যাডিলার জাইকভ ডি। এবার তৃতীয় একটি টিকাকে জরুরিকালীন প্রয়োগে ছাড়পত্র দিল ডিসিজিআই।

বায়োলজিক্যাল ই সংস্থার করবিভ্যাক্স টিকাকে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর জরুরি প্রয়োজনে প্রয়োগে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই-এর বিশেষজ্ঞ কমিটি।

ফলে ভারতে এবার ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণে গতি আনতে তৃতীয় একটি টিকাও এসে পড়ল। যদিও তা আপাতত গণ্ডীবদ্ধ থাকবে জরুরি ব্যবহারে।

১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণ যাতে দ্রুত শুরু হয় সেদিকে তাকিয়ে আছেন অভিভাবকরাও। কারণ দেশজুড়েই এখন স্কুল খুলে যাচ্ছে। ফলে সন্তানদের সুরক্ষার কথা মাথায় রেখে যত দ্রুত সম্ভব টিকাকরণ চাইছেন তাঁরা।

এমনকি ১২-র নিচে যেসব ছাত্রছাত্রীর বয়স, তাদেরও অভিভাবকরা তাকিয়ে আছেন কবে তাঁদের সন্তানদের জন্য টিকাকরণ চালু হবে সেদিকে। তাঁদের টিকাকরণ হয়ে গেছে। এখন বাড়ির খুদে সদস্যরাই কেবল বাকি টিকাকরণ হতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts