Health

করোনা হচ্ছে কিন্তু অসুস্থ হচ্ছেনা, চিকিৎসায় দিশা দেখাচ্ছে শুয়োর

শুয়োরদের করোনা হচ্ছে, কিন্তু কোনও রকম উপসর্গ থাকছে না। অসুস্থও হচ্ছেনা। তারা কাউকে সংক্রমিতও করছে না। এটাই দিশা দেখাচ্ছে বিজ্ঞানীদের।

Published by
News Desk

মানবসভ্যতায় শুয়োরের অবদান ক্রমশ বাড়ছে। হালেই শুয়োরের হৃদপিণ্ড এবং শুয়োরের কিডনি প্রতিস্থাপিত হয়েছে মানবদেহে। তা সফলও হয়েছে। এবার ফের শুয়োরের আর এক অবদান থাকতে চলেছে মানবসভ্যতায়। অন্তত বিজ্ঞানীরা তাই মনে করছেন।

শুয়োরের করোনা হচ্ছে বলে প্রথমেই দেখা গিয়েছিল। সেই পরীক্ষাও করা হয়েছে। বিজ্ঞানীরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছিলেন। তাতে দেখা গেছে শুয়োররা করোনায় সংক্রমিত হচ্ছে কিন্তু তার কোনও উপসর্গ তাদের শরীরে দেখা দিচ্ছেনা।

কোনও অসুস্থতাও ধরা পড়ছে না তাদের মধ্যে। আবার তারা তাদের থেকে কাউকে সংক্রমিতও করছেনা। বিজ্ঞানীরা এর প্রাথমিক কারণ জানতে পেরেছেন।

বিজ্ঞানীরা যা জানাচ্ছেন তা সহজ করে বললে এটাই দাঁড়াচ্ছে যে শুয়োরের যে কোষ সংক্রমিত হচ্ছে তা ভাঙছে ঠিকই কিন্তু অন্য কোষে তার প্রভাব পড়ছে না।

এর থেকে বিজ্ঞানীরা একটি আশার আলো দেখছেন। তাঁরা মনে করছেন শুয়োরদের এই প্রক্রিয়া নিয়ে গবেষণায় করোনা প্রতিরোধক কোনও দিশা মিলতে পারে। যা আদপে মানবসভ্যতার প্রয়োজন মেটাবে।

আর এখন যা পরিস্থিতি তাতে করোনারোধী কোনও পথ আবিষ্কৃত হলে তা সারা বিশ্বের কাজে লাগবে। এক বড় চিন্তা থেকে মুক্ত হবেন বিশ্ববাসী।

তবে এখনই খুব আশা দেখাতে চাইছেন না বিজ্ঞানীরা। তবে এটা মেনে নিচ্ছেন শুয়োরের রোগ প্রতিরোধ ক্ষমতা করোনা রুখতে কার্যকরী ভূমিকা নিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts