Health

সংক্রমণ সেরেছে কিন্তু দেড় ইঞ্চি ছোট হয়ে গেছে পুরুষাঙ্গ, দাবি এক ব্যক্তির

তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন গতবছর। সেই সংক্রমণ একটা সময়ের পর সেরে ওঠে। কিন্তু তাঁর পুরুষাঙ্গ ছোট হয়ে যায়। যা হয়তো কখনও সারবে না।

Published by
News Desk

গত বছর জুলাই মাস। তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনার দ্বিতীয় ঢেউ তাণ্ডব চালাচ্ছে। সেই সময় তিনি করোনা সংক্রমণের শিকার হন। চিকিৎসা হয়। একটা সময়ের পর সেরেও ওঠেন। এরপর যা করোনা পরবর্তী শারীরিক সমস্যা ছিল তা চিকিৎসকের পরামর্শে চলে একটা সময় সেরে যায়। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। তাঁর পুরুষাঙ্গ ছোট হয়ে যায়।

ওই ব্যক্তির দাবি, সংক্রমিত হওয়ার আগে তাঁর পুরুষাঙ্গটি সাধারণের চেয়ে সামান্য বড়ই ছিল। কিন্তু করোনার পর তিনি লক্ষ্য করেন তাঁর সেই পুরুষাঙ্গ দেড় ইঞ্চি ছোট হয়ে গেছে। তিনি এ নিয়ে চিকিৎসকের পরামর্শও নিয়েছেন।

ওই ব্যক্তির দাবি, তাঁর এই সমস্যা আর জীবনে মিটবে না। এটা পেশির সমস্যার কারণে হয়েছে। যা করোনার পর তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ব্যক্তির দাবি করোনার জেরে তাঁর পুরুষাঙ্গের পেশিতে যে সংকোচন হয়েছে তার জেরেই এমন অবস্থা।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও এটা মেনে নিচ্ছেন যে করোনা পরবর্তী সময়ে এমন সমস্যাও দেখা যাচ্ছে। ছোট হয়ে যাচ্ছে পুরুষাঙ্গ। তবে তা খুবই কম জনের সঙ্গে হচ্ছে। এমন প্রায় সাড়ে ৩ হাজার মানুষের খোঁজ তাঁরা পেয়েছেন বলেও জানিয়েছেন গবেষকরা।

পুরুষাঙ্গের যে প্রসারণ হয়ে থাকে তাও করোনার পর কিছু পুরুষের ক্ষেত্রে হতে চাইছে না। এটা দীর্ঘ সময় চলতে থাকলেও পুরুষাঙ্গ ছোট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Share
Published by
News Desk

Recent Posts