Health

কিশোর কিশোরীদের টিকাদানের পর এ কাজ করতে মানা করলেন বিশেষজ্ঞেরা

এখন দেশজুড়ে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। টিকা নেওয়ার পর একটি কাজ থেকে বিরত থাকতেই পরামর্শ দিলেন বিশেষজ্ঞেরা।

Published by
News Desk

করোনা প্রতিষেধক টিকা গ্রহণ করার পর এমন অনেকে আছেন যাঁদের জ্বর এসেছে। গা হাত পায়ে টনটনে ব্যথা হয়েছে। টিকাকরণ কেন্দ্র থেকেই তাঁদের এমনটা হতে পারে বলে আগাম সতর্ক করা হয়। খুব জ্বর এলে প্যারাসিটামল খাওয়ারও পরামর্শ দেওয়া হয়।

দিল্লিতে আবার বেশ কয়েকটি ক্লিনিক ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের পাশাপাশি তাদের বাড়ি ফিরে সময়ের ফারাকে ৩টি প্যারাসিটামল ৫০০ মিলিগ্রাম খেতে পরামর্শ দিচ্ছে। এই পরিস্থিতিতে টিকা নিলেই এভাবে প্যারাসিটামল খেতে মানা করছেন বিশেষজ্ঞেরা।

তাঁরা জানাচ্ছেন, টিকাকরণ হলে হালকা জ্বর, গায়ে হালকা ব্যথা এসব হতেই পারে। এজন্য প্যারাসিটামল খাওয়ার দরকার পড়েনা।

যদি কারও মনে হয় যে জ্বর বাড়ছে বা গা হাত পায়ে ব্যথা কষ্ট বাড়াচ্ছে তখন তাদের উচিত চিকিৎসককে প্রথমে সবকিছু জানানো।

তারপর চিকিৎসকের পরামর্শে প্যারাসিটামল গ্রহণ করা। টিকা নেওয়া হয়েছে বলেই যে প্যারাসিটামল খেতে হবে এমনটা একেবারেই উচিত নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞেরা।

বিশেষজ্ঞদের মতে, প্যারাসিটামল করোনা প্রতিষেধক টিকা গ্রহণ করার পর খেলে তা অনেক সময় বিরূপ প্রভাবও ফেলতে পারে।

করোনা প্রতিষেধক টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। প্যারাসিটামল যদি টিকা নেওয়ার আগে বা পরে খাওয়া হয় তাহলে তা এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উল্টো প্রভাব ফেললেও ফেলতে পারে বলে মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts