Health

করোনায় মৃত্যু সম্ভাবনা ৫০ শতাংশ কমিয়ে দিচ্ছে গেঁটেবাতের প্রাচীন ওষুধ

করোনা বহু মানুষের প্রাণ কেড়েছে বিশ্বে। এখনও প্রাণ কেড়ে চলেছে। এই মৃত্যু মিছিলে লাগাম দিতে এবার সামনে এল একটি প্রাচীন ওষুধ।

Published by
News Desk

করোনায় মৃত্যুর সম্ভাবনা যে রয়েছে তা ইতিমধ্যেই বিশ্বের জানা হয়ে গেছে। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে করোনায়। এখনও তার বিরাম নেই। প্রতিদিনই করোনায় মৃত্যুর খবর সামনে এসে চলেছে।

এদিকে গবেষণাও থেমে নেই। করোনাকে রুখে দিতে গবেষণা হয়েই চলেছে। তেমনই একটি গবেষণা এক অনন্য আবিষ্কার করে ফেলল।

প্রাচীন গেঁটেবাতের একটি ওষুধকে কাজে লাগিয়ে গবেষকরা করোনা রোগীদের মৃত্যু সম্ভাবনা কমিয়ে ফেলেছেন। করোনায় ৫০ শতাংশ মৃত্যু সম্ভাবনা কমেছে এই ওষুধ প্রয়োগে।

ওষুধটির ইতিহাস অবশ্যই চমকপ্রদ। প্রাচীন গ্রিসে এই ওষুধ ব্যবহার করা হত গেঁটেবাত সারানোর জন্য। অবশ্যই প্রাচীন এই ওষুধ দাঁড়িয়ে আছে বেশ কিছু প্রাকৃতিক গাছ গাছড়ার ওপর।

ওষুধটি তৈরি করা হত কোলচিকাম জাতীয় গাছের নির্যাস থেকে। কোলচিসাইন নামে এই ওষুধ করোনা রোগীদের ক্ষেত্রে কতটা কার্যকারী তা খতিয়ে দেখতে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৪টি দেশের ৬ হাজার মানুষকে বেছে নেন।

ব্রাজিল, স্পেন, গ্রিস ও কানাডার এই করোনা রোগীদের ২ ভাগে ভাগ করে নেওয়া হয়। এঁদের একটি ভাগকে কোলচিসাইন দেওয়া হয়। অন্য দলকে দেওয়া হয়নি।

দেখা গেছে যে রোগীদের কোলচিসাইন দেওয়া হয়েছিল তাঁদের মধ্যে করোনায় মৃত্যু সম্ভাবনা ৫০ শতাংশ কম হয়েছে। ফলে গবেষকদের দাবি এই ওষুধ বাজারে এলে করোনার এক অনন্য ওষুধ মানুষের উপকারে আসবে।

প্রতিদিন এক মিলিগ্রামেরও অর্ধেক ওষুধ প্রয়োগ করলেই করোনা রোগীদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল মিলবে বলেই মনে করছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts