Health

ডেল্টার চেয়ে ৭০ শতাংশ দ্রুত ফুসফুসে ছড়িয়ে পড়ছে ওমিক্রন

করোনার ডেল্টা প্রকারের ভয়ংকর প্রভাব প্রায় সকলের জানা। ডেল্টা প্রকার যত দ্রুত ফুসফুসে ছড়াত তার চেয়ে ৭০ শতাংশ বেশি দ্রুত ফুসফুসে সংক্রমিত হচ্ছে ওমিক্রন।

Published by
News Desk

ওমিক্রন আতঙ্ক এখন বিশ্ব ত্রাসে পরিণত হয়েছে। ভারতেও প্রতিদিনই একটু একটু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। তবে তার আগে করোনার ডেল্টা প্রকার বহু মানুষের প্রাণ কেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে ভারতে এই ডেল্টা প্রকারের হাত ধরে। যা প্রথম ঢেউয়ের চেয়েও বেশি চিন্তার কারণ হয়।

কিন্তু সেই ডেল্টা প্রকার যত দ্রুত মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটাচ্ছিল তার চেয়ে ৭০ গুণ দ্রুত গতিতে ফুসফুসে ছড়িয়ে পড়ছে ওমিক্রন।

একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। তাহলে তো ওমিক্রন সব ছারখার করে দিতে পারে? মৃত্যু মিছিল হতে পারে বিশ্বে? সে প্রশ্নেরও উত্তর রয়েছে এই গবেষণায়।

গবেষকেরা জানিয়েছেন, একজন মানুষ ওমিক্রন সংক্রমিত হওয়ার ২৪ ঘণ্টা পর থেকে তাঁর ফুসফুসে ওমিক্রন ছড়াতে শুরু করে। যা ডেল্টার চেয়ে ৭০ গুণ দ্রুত ছড়ায়।

কিন্তু মূল করোনা ভাইরাস বা তার ডেল্টা প্রকার ফুসফুসের যতটা ক্ষতি সংক্রমণে করছিল তার চেয়ে ১০ শতাংশ কম প্রভাব ফুসফুসে ফেলতে পারছে ওমিক্রন।

ফুসফুস থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার করে গবেষকেরা জানিয়েছেন সেক্ষেত্রে ওমিক্রন থেকে ফুসফুসের ক্ষতি অপেক্ষাকৃত অনেকটা কম। যা কিছুটা হলেও স্বস্তির।

কারণ ওমিক্রন দ্রুত মানুষকে সংক্রমিত করতে পারে। তারপর যদি তার ভয়াবহতা তীব্র আকার নেয় তাহলে বিশ্বে নতুন করে প্রবল আতঙ্কের সৃষ্টি হবে। গোটা বিশ্বটাই লকডাউনে চলে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts