Health

নু-এর সামনে অসহায় হয়ে পড়ছে করোনা টিকাও, বড় সিদ্ধান্ত ভারতের

করোনাকে সঙ্গী করে ক্রমশ স্বাভাবিক জীবনের পথে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। আর ঠিক এই সময়ই নতুন চিন্তা নিয়ে হাজির হল নু। যার সামনে টিকাও কার্যত অসহায়।

Published by
News Desk

ভারতে এখন করোনা সংক্রমণ কিছুটা কমেছে। দৈনিক সংক্রমণে কেরালা বাদ দিয়ে অন্য রাজ্যগুলির চেহারা ক্রমশ ভাল হচ্ছে। যদিও তারমধ্যে একটা চিন্তা থেকেই যাচ্ছিল। যেভাবে ইউরোপ জুড়ে হুহু করে ছড়াচ্ছে করোনা তাতে ভারতেও সেই একই প্রভাব পড়ার একটা ভয় থেকেই যাচ্ছিল। তবু তা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়নি। কিন্তু এবার সরকারের চিন্তা বাড়ানোর মত করোনার প্রকার হাজির হয়েছে।

ভারতে তার প্রবেশ এখনও না ঘটলেও দক্ষিণ আফ্রিকা সহ ৫টি দেশে এই নয়া প্রকারের হদিশ মিলেছে। যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন বি.১.১.৫২৯, আর সাধারণভাবে তাকে ডাকা হচ্ছে নু নামে। কারণ মনে করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম নু দিতে চলেছে।

নু এমন এক করোনা প্রকার যা ডেল্টা প্রকারের চেয়েও অনেক বেশি সংক্রামক। বিশ্বে এখনও পর্যন্ত করোনার যত প্রকার দেখা গেছে তারমধ্যে সবচেয়ে ভয়ংকর প্রকার এটি।

একজন করোনার এই নয়া প্রকারে সংক্রমিত হওয়ার পর তাঁর থেকে সংক্রমণ হুহু করে ছড়াতে পারে। আরও যেটা চিন্তার তা হল করোনার এই প্রকারে আক্রান্ত ব্যক্তির করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ নেওয়া থাকলেও তাতে বিশেষ কাজ হচ্ছেনা। টিকার সক্রিয়তাকে ৪০ শতাংশ কমিয়ে দিচ্ছে এই প্রকার। ফলে টিকা এই করোনা প্রকারের সামনে অসহায় হয়ে পড়ছে।

ভারত সরকার এই করোনা প্রকারের ভারতে ঢোকা রুখতে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সহ যে ৫টি দেশে এই প্রকারের হদিশ মিলেছে সেখান থেকে বিমান অবতরণ বন্ধ করেছে।

এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে গত ১০ দিনে যাঁরাই ভারতে এসেছেন তাঁদের খুঁজে বার করে অবিলম্বে করোনা পরীক্ষা করানোর পথে উদ্যোগ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts