Health

বুস্টার ডোজ নেওয়ার সঠিক সময় কখন, জানালেন ভারত বায়োটেক প্রধান

করোনার সব ধরনকে রুখতে এখন জোর দেওয়া শুরু হয়েছে বুস্টার ডোজে। দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পর তা নেওয়া ভাল জানালেন ভারত বায়োটেক প্রধান।

Published by
News Desk

করোনা রুখতে চলতি বছরের শুরু থেকে জোরকদমে চলছে টিকাকরণ। প্রাথমিক দোনোমনা কাটিয়ে মানুষ টিকা গ্রহণে উৎসাহ দেখাচ্ছেন। ভারত ১০০ কোটি টিকাকরণ পার করেছে বেশ কিছুদিন হল। অনেকের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে। অনেকে নিয়েছেন প্রথম ডোজ।

এরমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এসে পড়েছে করোনা প্রতিষেধক টিকার বুস্টার ডোজ। এখন তাই সকলেরই জিজ্ঞাসা এই যে বুস্টার ডোজের কথা বলা হচ্ছে, তা দ্বিতীয় টিকা নেওয়ার কতদিন পর নিতে হতে পারে? এ সম্বন্ধে ভারত সরকার এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট গাইডলাইন দেয়নি।

এমনকি এ দেশে বুস্টার ডোজ দেওয়া নিয়ে এখনও জোরদার কোনও প্রচার শুরু হয়নি। সবই সীমাবদ্ধ রয়েছে সংবাদমাধ্যমে। তবে বুস্টার ডোজ নেওয়ার সঠিক সময় সম্বন্ধে একটা ধারনা কিন্তু দিয়ে দিলেন কোভ্যাক্সিন নির্মাতা হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের প্রতিষ্ঠাতা তথা এমডি কৃষ্ণ ইল্লা।

বিজ্ঞানী কৃষ্ণ ইল্লা জানিয়েছেন, দ্বিতীয় ডোজ গ্রহণ করার ৬ মাস পর হল বুস্টার ডোজ নেওয়ার সঠিক সময়। ৬ মাস পর তা শরীরে সবচেয়ে ভাল কাজ করবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই জানাবে বলে স্পষ্ট করেছেন ইল্লা।

প্রসঙ্গত অনেক লড়াইয়ের পর নভেম্বরের শুরুতে কোভ্যাক্সিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর স্বীকৃত টিকার তালিকায় স্থান পেয়েছে। এদিকে ভারত বায়োটেকের নাক দিয়ে নেওয়ার টিকা তার ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইল্লা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts