Health

করোনা পরীক্ষার ফল সারাদিন সঠিক আসেনা, পরীক্ষার সঠিক সময়টা জানা জরুরি

করোনার উপসর্গ থাকলে তা পরীক্ষা করাতে হয়। কিন্তু দিনের যে কোনও সময় নমুনা সংগ্রহ করলে পরীক্ষার ফল সঠিক আসেনা। এজন্য সঠিক সময়ে নমুনা সংগ্রহ জরুরি।

Published by
News Desk

করোনা এখনও বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে। কারও দেহে করোনার উপসর্গ দেখা দিলে তা করোনাই কিনা তা পরীক্ষা করে দেখা জরুরি। এজন্য সবচেয়ে ভরসাযোগ্য পরীক্ষা আরটি-পিসিআর টেস্ট।

এই পরীক্ষায় মানুষের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা সংগ্রহ যে কোনও সময় হতে পারে ঠিকই তবে তা সঠিক পরীক্ষার ফল দেখাবে না। সেক্ষেত্রে দিনের সঠিক সময় পরীক্ষা হওয়া জরুরি।

দিনের কোন সময় করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে সঠিক ফল পাওয়া যাবে তা জানতে সম্প্রতি একটি গবেষণা হয়। আমেরিকার ভ্যানডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের গবেষকেরা জানাচ্ছেন তাঁরা গবেষণা করে দেখেছেন করোনা পরীক্ষার সঠিক সময় হল বেলায়।‌ সকাল থেকে দুপুর পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তাতে ফলাফল একদম নির্ভুল আসে।

রাতে কিন্তু করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করলে তাতে সঠিক ফল আসেনা বলেই জানাচ্ছেন গবেষকেরা। এমনকি রাত ৮টার পর নেওয়া নমুনার ক্ষেত্রে অনেক সময় পজিটিভ রোগীরও ফল নেগেটিভ আসে।

রোগীও সেই ফল দেখে সন্তুষ্ট হয়ে স্বাভাবিক জীবনযাপন ও মেলামেশা চালাতে থাকেন। যা তাঁর জন্যও যেমন খারাপ তেমনই সমাজের জন্য ভয়ংকর। অথচ তিনি করোনা পরীক্ষা করে তার ফলাফলের ভিত্তিতে পরবর্তী জীবন কাটাচ্ছেন।

গবেষকেরা জানাচ্ছেন একই দেহে করোনা থাকলেও সকালে একরকম রিপোর্ট আসে আবার রাতে অন্যরকম। দেহের সারকাডিয়ান রিদিম-এর কারণে এটা হয়ে থাকে বলে জানাচ্ছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts