ফাইল : বেঙ্গালুরুতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
করোনার নয়া ধরন মাথা চাড়া দিতে যে শুরু করেছে তা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞেরা। এওয়াই ৪.২ নামে এই ধরন ডেল্টা প্রজাতির চেয়ে ১৫ গুণ বেশি সংক্রামক বলেও জানিয়েছিলেন তাঁরা। যা মিউটেশনের ফলে তৈরি হয়ে এবার হানা দিতে শুরু করছে মানবদেহে।
আর তা যদি ক্রমশ এভাবে থাবা বসাতে থাকে তাহলে করোনার তৃতীয় ঢেউ চলে এলেও আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশের অন্যতম করোনা বিধ্বস্ত রাজ্য কর্ণাটকে করোনার এই নয়া ধরন এওয়াই ৪.২-তে সংক্রমণের খবর মিলেছে। সংক্রমিত ৭ জনের দেহে এই নয়া ধরন পাওয়া গিয়েছে।
বিশেষজ্ঞেরা মনে করছেন এই ধরন যদি এবার ছড়াতে শুরু করে তাহলে কর্ণাটকে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে সময় লাগবে না। ইতিমধ্যেই এই নয়া ধরন এওয়াই ৪.২ চিন, রাশিয়া ও ব্রিটেনে তার প্রবল দাপট দেখিয়েছে। সেখানে নতুন করে বাড়ছে সংক্রমণ।
চিন তো নয়া করোনাবিধি চালু করেছে। বন্ধ হয়েছে বেশ কিছু বিমান। বন্ধ হয়েছে স্কুল। রাশিয়া ও ব্রিটেনেও বেড়েই চলেছে সংক্রমণ। এই অবস্থায় ভারতে এই নয়া ধরনের হদিশ মেলা অবশ্যই অশনি সংকেত।
ভারতে এখন করোনাবিধি অনেকটাই শিথিল হয়েছে। মানুষ রাস্তায় বার হচ্ছেন। কাজে যাচ্ছেন। ক্রমশ স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।
এই অবস্থায় যাতে ফের করোনার কোনও ধরন মানুষকে গৃহবন্দি করে ফেলতে না পারে সেজন্য সব রাজ্যই নড়েচড়ে বসেছে। করোনার নয়া ধরন থেকে বাঁচতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…