কোভিড-১৯ ভ্যাক্সিনের প্রতীকী বোতল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
ভারতে টিকাকরণ ১০০ কোটি পার করে বিশ্বজুড়েই রেকর্ড সৃষ্টি করেছে। এরমধ্যেই ভারতে তৈরি জাইডাস ক্যাডিলার টিকা সাধারণের ব্যবহারের অপেক্ষায় রয়েছে। এবার সেই তালিকায় ভারতের তৈরি আর একটি টিকা নভেম্বরের শেষেই ছাড়পত্র পেতে পারে। অন্তত সংস্থা তাই মনে করছে।
হায়দরাবাদের বায়োলজিক্যাল ই নামে এই টিকা প্রস্তুতকারক সংস্থা মনে করছে তারা নভেম্বরের মধ্যেই তাদের তৈরি করোনা প্রতিষেধক টিকা কোরবেভ্যাক্স-এর প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে যাবে। কারণ তাদের যে ট্রায়াল চলছে তা তৃতীয় ধাপে রয়েছে। যা নভেম্বরের মধ্যেই শেষ হবে। তারপরই পাওয়া যাবে ছাড়পত্র।
এই টিকা প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে তাদের ট্রায়াল একাধারে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের জন্য চলছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকাই আপাতত ছাড়পত্র পেলে বাজারে আসবে। তারপর ডিসেম্বরের শেষে আসতে পারে ছোটদের টিকা।
সংস্থা এটাও স্পষ্ট করেছে যে তাদের টিকা কোনও বুস্টার ডোজ হিসাবে আসবে না। আসবে সাধারণ টিকার মতই। যা অন্য টিকার মত প্রাথমিক প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে।
এখন সংস্থা চেষ্টা করছে তাদের টিকার ছাড়পত্র কত দ্রুত পাওয়া যায় সেদিকে। তারা এটাও জানিয়ে দিয়েছে যে যেদিন তারা প্রথম বাজারে আসবে সেদিন তারা ১০ কোটি টিকার ডোজ বাজারে ছেড়ে উদ্বোধনী দিনটিতে উদযাপন করবে।
প্রসঙ্গত স্বাস্থ্যমন্ত্রকও গত জুন মাসে ঘোষণা করেছিল যে ডিসেম্বরের মধ্যে বায়োলজিক্যাল ই সংস্থা তাদের করোনা টিকার ৩০ কোটি ডোজ কেন্দ্রকে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…