Health

২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকা এখন সময়ের অপেক্ষা

অনেক দিনের অপেক্ষা ছিল। অবশেষে এল সেই সুপারিশ। বিশেষজ্ঞ কমিটি ভারতে ২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনা প্রতিষেধক টিকা কোভ্যাক্সিনকে অনুমোদন দিল।

Published by
News Desk

গত অগাস্ট মাসের কথা। ভারতেরই সংস্থা জাইডাস ক্যাডিলা-র তৈরি ৩ ডোজের করোনা প্রতিষেধক টিকা ১২ বছর থেকে ১৮ বছর বয়সীদের প্রদানে শর্তসাপেক্ষে অনুমোদন পায়।

এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। তবে এক্ষেত্রে অনুমোদন আরও ব্যাপক। কারণ এদিন বিশেষজ্ঞ কমিটি যে অনুমোদন দিল তা ২ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে প্রযোজ্য।

ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আগেই ১৮ বছরের ওপরের মানুষের ওপর প্রয়োগ চলছে। এবার ভারতের তৈরি এই টিকা ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর প্রয়োগেও ছাড়পত্র পাওয়ায় অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছেন অভিভাবকরা।

করোনার তৃতীয় ঢেউ এলে তা ছোটদের ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে বলে জানা যাচ্ছে। তার আগে যদি এদের করোনা প্রতিষেধক টিকা প্রদান করা সম্ভব হয় তাহলে হয়তো তৃতীয় ঢেউ সামাল দিতে আরও একধাপ এগিয়ে থাকা যাবে।

এখন একটাই বিষয় দেখার যে কবে থেকে ভারত জুড়ে ২ থেকে ১৮ বছর বয়সীদের ব্যাপক আকারে টিকা প্রদান শুরু হয়। কারণ সেই পর্যন্ত পৌঁছতে কেবল বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্রই যথেষ্ট নয়। তারজন্য নিয়ামক সংস্থার ছাড়পত্রের প্রয়োজন রয়েছে।

ভারত বায়োটেকের তরফেও জানানো হয়েছে সেই অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা। তা পেলেই তারা দেশজুড়ে এই টিকা প্রদানের বন্দোবস্ত করার উদ্যোগ শুরু করে দেবে।

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই সর্বশেষ অনুমোদন প্রদান করে। যা এখন কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts