Health

করোনার মধ্যেই হানা দিল আর এক মারণ ভাইরাস

করোনা বিশ্বজুড়ে এখনও তার দাপট অব্যাহত রেখেছে। ভারতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। তার মধ্যেই হানা দিল আর এক মারণ ভাইরাস।

Published by
News Desk

করোনার তৃতীয় ঢেউ যে কোনও সময় ভারতে ছড়িয়ে পড়তে পারে। এ নিয়ে বিজ্ঞানী ও গবেষকরা যা জানাচ্ছেন তা সাধারণ মানুষের জন্য স্বস্তির নয়।

তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়লে তা ভয়ংকর চেহারা নেবে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা। তৃতীয় ঢেউ সামাল দিতে প্রয়োজনীয় পরিকাঠামোও প্রস্তুত রাখছে বিভিন্ন রাজ্য।

করোনা ঠেকাতেই যখন হিমসিম অবস্থা তখন এর মধ্যেই হানা দিল আর এক মারণ ভাইরাস। ক্রমশ আতঙ্কের কারণ হয়ে উঠছে তা।

কেরালায় ১২ বছরের এক বালকের প্রাণ কেড়েছে এই ভাইরাস। এই নিয়ে নিপা ভাইরাস দেশে ১৭ জনের প্রাণ কাড়ল। নিপা ভাইরাস নামে এই ভাইরাসের মারণ ক্ষমতা যথেষ্ট।

ভারতে এই প্রথম হানা দিল না নিপা। ২০১৮ সালেও ভারতে নিপা ভাইরাসের হানা দেখা গিয়েছিল। ফলে তা ফিরল করোনার প্রকোপের মধ্যেই।

কেরালায় এমনিতেই করোনার প্রকোপ যথেষ্ট। তার মধ্যে এবার নিপার হানা। কেরালার কোঝিকোড়ে যেখানে ওই বালকের মৃত্যু হয়েছে তার আশপাশের পুরো এলাকায় লকডাউন ঘোষণা হয়েছে। শুরু হয়েছে কন্টাক্ট ট্রেসিং।

১৮৮ জনের সংস্পর্শে এসেছিল ওই বালক। তাঁদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে কেরালার স্বাস্থ্য দফতর।

এদিকে ওই বালকের বাড়িতে একটি ছাগলের মৃত্যু হয়েছিল কয়েকদিন আগে। মনে করা হচ্ছিল সেখান থেকে ছড়িয়ে থাকতে পারে এই মারণ ভাইরাস।

কিন্তু পরীক্ষার পর দেখা গেছে ছাগলটির মৃত্যু নিপায় হয়নি। স্বাস্থ্য দফতর এখন উঠেপড়ে লেগেছে নিপা ভাইরাস ঠিক কোথা থেকে ছড়ানো শুরু হয়েছে তা খুঁজে বার করতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts