Health

জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র পেল ভারতেই তৈরি ৩ ডোজের টিকা

ভারতে আরও একটি করোনা প্রতিষেধক টিকা ছাড়পত্র পেল। আপাতত তা জরুরি ভিত্তিতে ব্যবহার করার অনুমতি মিলেছে। ভারতের তৈরি প্রথম ৩ ডোজের টিকা এটি।

Published by
News Desk

৩ ডোজের টিকা বিশ্বে নেই। এই প্রথম ভারতের কোনও সংস্থা ৩ ডোজের একটি করোনা প্রতিষেধক টিকা সামনে আনল। এটি বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক টিকা।

ভারতীয় সংস্থা জাইডাস ক্যাডিলা এই টিকা তৈরি করেছে। অনেকদিন ধরেই তাদের এই টিকার ট্রায়াল পর্ব চলছিল। অবশেষে তা ছাড়পত্র পেল ব্যবহারে।

ডিসিজিআই ভারতে এই টিকার জরুরি ভিত্তিতে ব্যবহারে আপাতত ছাড়পত্র দিয়েছে। টিকাটির আরও একটি বড় দিক হল এটি ১৮-র ওপরের বয়সীদের নয়, ১২-র উপরের বয়সীদের টিকা।

ফলে এটাও বলা যায় ১২ বছরের ওপরের বয়সীদের জন্যও টিকা এবার এসে পড়ল। যার প্রতীক্ষায় অনেক অভিভাবকই দিন গুনছেন।

জাইডাস ক্যাডিলা-র এই ৩ ডোজের টিকাটির নাম জাইকভ-ডি। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ৩টি ডোজ কিন্তু অন্য টিকার মত সূচ ফুটিয়ে দেওয়া হবে না।

হবে ইনট্রাডারমাল টিকা দেওয়ার পদ্ধতি মেনে। অর্থাৎ এটি একটি সূচবিহীন ইঞ্জেকটর-এর মাধ্যমে চামড়ার উপরি স্তরে দেওয়া হবে। এতে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া কম হবে।

২৮ হাজার স্বেচ্ছাসেবকের ওপর এই টিকার ট্রায়াল করে সংস্থা। যা ভারতে এখনও সবচেয়ে বড় ট্রায়াল। এই টিকা শরীরে কোভিডেরই স্পাইক প্রোটিন তৈরি করে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে।

জাইডাস ছাড়পত্র পাওয়ার পাশাপাশি আরও একটি সংস্থা ট্রায়ালের অনুমতি চেয়েছে। জনসন অ্যান্ড জনসন সংস্থাও ভারতে ট্রায়াল করতে চেয়ে অনুমতি চেয়েছে শুক্রবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts