Health

অভিনব যন্ত্রের আবিষ্কার, থুতু পরীক্ষা করলেই জানাবে করোনা কিনা

করোনা পরীক্ষার ক্ষেত্রে এখন বিশ্বজুড়েই সবচেয়ে সঠিক ফল পাওয়া যায় আরটি-পিসিআর পদ্ধতিতে। এবার সেই একই ফল পাওয়া যাবে নতুন এক যন্ত্রে।

Published by
News Desk

আরটি-পিসিআর পরীক্ষাই হল এখন করোনা কিনা জানতে সবচেয়ে গ্রহণযোগ্য পরীক্ষা। যার ফল ধরা হয় একেবারে সঠিক। কিন্তু তা সময় সাপেক্ষ। খরচ সাপেক্ষও।

এবার কম খরচে একেবারে আরটি-পিসিআর পরীক্ষার ফলের মতই অকাট্য ফল পেতে তৈরি হল একটি নয়া যন্ত্র। যন্ত্রটি আকারে ছোট। যে কোনও জায়গায় রেখে পরীক্ষার উপযুক্ত।

আরটি-পিসিআর পরীক্ষায় যেমন নাকের থেকে নমুনা ও গলার মধ্যে থেকে লালা রস সংগ্রহ করা হয়, এক্ষেত্রে তেমনটা লাগবে না। কেবল রোগীর থুতু পেলেই হবে।

সেইসঙ্গে এটি অতিকম সময়ে জানাবে ফল। লাগবে মাত্র ১ ঘণ্টা। ১ ঘণ্টার মধ্যেই জানা যাবে ওই ব্যক্তি করোনা পজিটিভ কিনা। আর ফল নিয়ে প্রশ্নচিহ্নও থাকবে না। কারণ এই যন্ত্রে পরীক্ষার ফলের সঙ্গে আরটি-পিসিআর ফল মিলে যাচ্ছে।

যন্ত্রটি তৈরি করেছেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির গবেষকরা। আগামী দিনে এই যন্ত্রটি সারা বিশ্বে করোনা পরীক্ষার ক্ষেত্রে এক কার্যকরি যন্ত্র হিসাবে প্রমাণিত হতে পারে।

সবচেয়ে বড় কথা হল কম খরচে কম সময়ে এই যন্ত্র বলে দেবে করোনা নিয়ে সঠিক ফল। গবেষকরা দাবি করেছেন, এই যন্ত্রটি করোনার যে কোনও প্রকারকে খুঁজে বার করতে সিদ্ধহস্ত।

বিশ্বজুড়ে এখনও করোনা আতঙ্ক বিদায় নেয়নি। বরং পরের ঢেউয়ের জন্য আতঙ্কের অপেক্ষায় রয়েছেন বিশ্ববাসী। ভারতেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে একটা আশঙ্কার মেঘ জমাট বেঁধেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts