Health

দেশে মান্যতা পেল পঞ্চম টিকা, একটি ডোজের টিকা এই প্রথম

আগেই ভারতে মান্যতা পেয়েছে ভারতেই তৈরি করোনা প্রতিষেধক টিকা কোভ্যাক্সিন সহ কোভিশিল্ড, স্পুটনিক ভি ও মডার্না। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম।

Published by
News Desk

ভারতে টিকার প্রয়োজন অনেক। সে তুলনায় যোগান কম। ভারতের জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে টিকা উৎপাদন হচ্ছেনা। ফলে সর্বত্র চাহিদামত টিকা পৌঁছচ্ছে না।

তবে ভারতে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে ভারতেই তৈরি টিকা কোভ্যাক্সিন সহ কোভিশিল্ড, স্পুটনিক ভি ও মডার্না।

কোভিশিল্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি, স্পুটনিক ভি রাশিয়ার এবং মডার্না আমেরিকার। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম।

ভারতে মান্যতা পেল জনসন অ্যান্ড জনসন-এর টিকাও। আপাতত জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র পেয়েছে এই একটি ডোজের টিকা।

ভারতে এখনও যে কটি টিকা মান্যতা পেয়েছে তা সবই ২টি ডোজের। এই প্রথম একটি ডোজের টিকা মান্যতা পেল ভারতে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এদিন ট্যুইট করে একথা জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন এতে দেশের টিকার ঝুড়ি আরও পূর্ণ হল। পঞ্চম টিকা হিসাবে জনসন অ্যান্ড জনসন মান্যতা পাওয়ায় ভারতের করোনার বিরুদ্ধে লড়াই আরও গতি পাবে।

এখন একটি সমস্যা টিকাকরণে ভারতে বড় হয়ে দাঁড়িয়েছে। তা দ্বিতীয় ডোজ। যদিও বা কেউ প্রথম ডোজ জোগাড় করছেন তো দ্বিতীয় ডোজের ক্ষেত্রে সময় বাঁধা হওয়ায় তা পেতে সমস্যা হচ্ছে।

টিকার যোগান সবসময় ঠিকঠাক না থাকা অনেকের সমস্যার কারণ হচ্ছে। দ্বিতীয় ডোজ গ্রহণের সময় পার হয়ে যাচ্ছে তবু টিকা মিলছে না এমন ঘটনাও ঘটছে।

সেক্ষেত্রে আগামী দিনে যদি একটি ডোজের টিকা পাওয়া যায় তাহলে দ্বিতীয় ডোজের চিন্তা দূর হয়। একবার টিকা নিতে পারলে আর তা নিয়ে চিন্তার কারণ থাকবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts