Health

আপনার কি করোনা হয়েছে, বলে দেবে মাস্ক

করোনা পজিটিভ কিনা তা জানতে পরীক্ষা ছাড়া গতি নেই। কিন্তু এখন অত ঝক্কির প্রয়োজন হয়তো আর পড়বে না। এবার মাস্কই বলে দেবে করোনার ইতিবৃত্ত।

Published by
News Desk

করোনার উপসর্গ থাকলে এখন একমাত্র উপায় টেস্ট। করোনাই কিনা তা নিশ্চিত হতে আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। এছাড়া এখন দ্রুত বাড়িতেই পরীক্ষার অ্যাপ নির্ভর টেস্ট কিট এসেছে বাজারে।

তবে যেভাবে বিশ্বজুড়ে করোনা ছড়িয়েছে তাতে এই অতিমারি কেন্দ্রিক অনেক গবেষণা নিত্যদিন হয়ে চলেছে। তেমনই একটি গবেষণার পর গবেষকেরা এমন একটি মাস্ক তৈরি করেছেন যা বলে দেবে করোনা পজিটিভ কিনা। গবেষকদের দাবি এই মাস্ক নির্ভুল পরীক্ষা করে আরটি-পিসিআর এর মত।

এই মাস্কে রয়েছে একটি বায়ো সেন্সর। একটি বোতাম টিপে এটিকে অ্যাকটিভ করা যায়। এই মাস্ক ঠিক ৯০ মিনিট নেয় করোনা পজিটিভ কিনা জানাতে।

গবেষকরা জানাচ্ছেন, এই সেন্সরটি অন্য মাস্কেও ব্যবহার করা যায়। আর এর খরচ অন্য করোনা পরীক্ষার চেয়ে কম। শুধু মাস্ক বলেই নয়, গবেষকরা জানাচ্ছেন এই বায়ো সেন্সর অন্য জামাকাপড়েও লাগানো যাবে। এর মাধ্যমে দেহে ক্ষতিকারক ভাইরাস, ব্যাকটেরিয়া, বিষাক্ত কিছু বা রাসায়নিকের উপস্থিতি জানা যাবে।

এই গবেষণাটি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি। যৌথ এই উদ্যোগ কিন্তু আগামী দিনে করোনা পরীক্ষার ধরণকে অনেক সহজ করে তুলতে পারে। যার জন্য কোনও ঝক্কি নেই কারও।

কেবল মাস্ক পরে ওই বায়ো সেন্সরের বোতামটি টিপে তাকে অ্যাকটিভ করলেই জানা হয়ে যাবে তিনি করোনা আক্রান্ত কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts