Health

হাতে আর ১ মাস, ডেল্টা থাবার ভয়ে কাঁপছে ইউরোপ

করোনার ডেল্টা প্রকারের ভয়ে কার্যত কাঁপছে গোটা ইউরোপ। ভারতে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক যেমন চিন্তা জিইয়ে রেখেছে তেমনই ডেল্টা আছড়ে পড়তে চলেছে ইউরোপে।

Published by
News Desk

ব্রিটেনে করোনার তৃতীয় ঢেউ এসে পড়েছে। ইউরোপও তটস্থ। বিশেষজ্ঞদের একটি পর্যবেক্ষণ প্রকাশিত হওয়ার পর তো ইউরোপের প্রতিটি দেশ এখন প্রমাদ গুনছে। কারণ ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, অগাস্টের শুরুতেই ব্রিটেনে আছড়ে পড়তে পারে করোনার ডেল্টা প্রকার। যাকে নিয়ে রীতিমত চিন্তা বাড়ছে সারা বিশ্বজুড়েই।

করোনার ডেল্টা প্রকার প্রবলভাবে সংক্রমণ ক্ষমতা ধরে। এর সংক্রমণ ক্ষমতা ৪০ থেকে ৬০ শতাংশ বেশি। ফলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে ৭০ শতাংশ বৃদ্ধি পেতে পারে নতুন সংক্রমণ। যা অগাস্টের শেষের মধ্যে পৌঁছে যেতে পারে ৯০ শতাংশে।

সংস্থার তরফে সতর্ক করে বলা হয়েছে ২০২০-র শেষের দিকে দৈনিক সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে ভর্তির যে সংখ্যা ইউরোপ জুড়ে দেখা গিয়েছিল তার চেয়ে সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে যদি কিছু নিয়ম এখনই মানা না হয়।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন চিকিৎসার বাইরে কিছু করোনাবিধি যেমন মুখে মাস্ক দেওয়া, হাত স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি।

ইসিডিসি-র তরফে আরও জানানো হয়েছে ইউরোপ জুড়েই যত দ্রুত সম্ভব টিকাকরণ করতে হবে। দ্বিতীয় ডোজও যত দ্রুত সম্ভব দিয়ে দিতে হবে।

কারণ ২টি ডোজ করোনা প্রতিষেধক টিকা দেওয়া থাকলে তা এই ডেল্টা প্রকারকে অনেকটাই রুখে দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। প্রসঙ্গত ইউরোপে টিকাকরণ শুরু হলেও এখনও ৬০ বছরের উর্ধ্বে অনেকের টিকাকরণ হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts