Health

রাজ্যে ৭ জনের দেহে মিলল ব্ল্যাক ফাঙ্গাস

রাজ্যে ৭ জন রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। একথা জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর। অন্য কয়েকটি রাজ্যের সঙ্গে এ রাজ্যেও এবার ব্ল্যাক ফাঙ্গাস রোগী বাড়ছে।

Published by
News Desk

করোনা থেকে সেরে ওঠার মুখে বা সবে সেরে উঠেছেন এমন মানুষের দেহে এক অন্য ব্যাধি বাসা বাঁধছে। যাকে সাধারণভাবে বলা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। বৈজ্ঞানিকভাবে বলা হয় মিউকোরমাইকোসিস।

ব্ল্যাক ফাঙ্গাসকে আগেই মহামারি ঘোষণার কথা বলেছিল কেন্দ্র। এখন যা পরিস্থিতি তাতে পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। করোনার পাশাপাশি দেশে নয়া আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস।

পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৭ জন রোগী পাওয়া গিয়েছে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এও জানিয়েছে যে আরও ৮ জন সন্দেহভাজন রোগী রয়েছেন।

সন্দেহভাজনদের দেহেও ব্ল্যাক ফাঙ্গাস বাসা বেঁধেছে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি স্বাস্থ্য দফতর।

এদিকে এমনও শোনা যাচ্ছিল যে এ রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের বলি হয়েছেন ২ জন। তবে এবিষয়েও স্বাস্থ্য দফতর কোনও নিশ্চয়তা দেয়নি।

তাদের তরফে জানানো হয়েছে বিষয়টি এক্সপার্ট কমিটি খতিয়ে দেখছে। তারা নিশ্চিত করে জানানোর আগে পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে লড়াই করতে প্রয়োজনীয় ওষুধ পাঠাচ্ছে কেন্দ্র। বিদেশ থেকে সে ওষুধ এসে পৌঁছেছে আগেই।

Share
Published by
News Desk

Recent Posts