Health

করোনায় নিজের মত চিকিৎসা, সতর্ক করল কেন্দ্র

করোনা উপসর্গ এখন মোটামুটি সকলের জানা। তেমন উপসর্গ দেখা দিলে এখন অনেকেই নিজের মত চিকিৎসা শুরু করে দিচ্ছেন। যা নিয়ে সতর্ক করল কেন্দ্র।

Published by
News Desk

করোনা সম্পর্কে গত বছরে মানুষের ততটা ধারণা ছিলনা। কিন্তু গত এক বছরের বেশি সময়ে করোনার উপসর্গ ও নানা ধরনের চিকিৎসা নিয়ে এত আলোচনা হয়েছে যে মানুষ সে সম্বন্ধে একটা ধারণা পেতে শুরু করেছেন। তার সঙ্গে ঘরোয়া টোটকা তো বেড়েই চলেছে।

হাল্কা উপসর্গ থাকলে বা বুঝতে পারলে যে তাঁর শরীরে যে সমস্যা হচ্ছে তা করোনা হলেও হতে পারে, সেক্ষেত্রে অনেকে নিজের মত করেই চিকিৎসা শুরু করে দিচ্ছেন। ওষুধও কিনে খেয়ে ফেলছেন। এই প্রবণতা যে কতটা ভয়ংকর তা জানাল কেন্দ্র।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র প্রসাদ সকলকে সতর্ক করে জানিয়েছেন করোনা উপসর্গ থাকলে অবশ্যই কোনও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিজের মত চিকিৎসা একেবারেই উচিত নয়।

অনেকে করোনা নিয়ে নানা কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিচ্ছেন। কিন্তু সত্যাসত্য না জেনে এসব তথ্য এভাবে ছড়াতেও মানা করেছেন তিনি।

বৃহস্পতিবার উত্তরপূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে একটি করোনা সচেতনতা সংক্রান্ত বৈঠকে একথা জানান জিতেন্দ্র প্রসাদ।

একটি ক্যাম্প তৈরি করে এইসব আধিকারিক ও তাঁদের পরিবারকে টিকাকরণ করানোর আয়োজন দ্রুত করতে বলেন মন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts