Health

ছোটদের জন্য টিকার ট্রায়ালে অনুমোদন পেল কোভ্যাক্সিন

ছোটদের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা বাড়ছে। এই অবস্থায় তাদের জন্যও টিকার প্রয়োজন। এবার ছোটদের জন্যও টিকার ট্রায়ালে অনুমোদন পেল কোভ্যাক্সিন।

Published by
News Desk

এখন যে করোনা প্রতিষেধক টিকা বাজারে রয়েছে তা ১৮ বছরের ওপরের মানুষদের জন্য। কিন্তু ১৮ বছরের কম বয়সীদের কোনও টিকার রাস্তা খোলা নেই।

অথচ বিজ্ঞানীরা বারবার বলছেন করোনার তৃতীয় ঢেউ আসছে। যা এবার ছোটদেরও আক্রান্ত করবে। আর তা বেশ উদ্বেগের হবে।

ছোটদের মধ্যে তৃতীয় ঢেউতে করোনা সংক্রমণের হার ব্যাপক হতে পারে। তাহলে তাদের রক্ষার উপায় কী? অবশ্যই মাস্ক ব্যবহার, হাত ধোওয়া, দূরত্ব বজায় রাখার মত নিয়ম তো মানতেই হবে, সেইসঙ্গে বড়দের মত তাদেরও সুরক্ষার জন্য দরকার টিকার। কিন্তু তাদের জন্য টিকা তো এখন নেই!

এই অবস্থায় তৃতীয় ঢেউতে ছোটদের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনার কথা মাথায় রেখে ভারতে ২ বছর থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকা নিশ্চিত করতে ভারতের ড্রাগ রেগুলেটরের কাছ থেকে অনুমোদন পেল কোভ্যাক্সিন।

হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের তৈরি দেশীয় টিকা কোভ্যাক্সিনের এই ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর ট্রায়াল হবে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের।

৫২৫টি জায়গায় এই ট্রায়াল অনুষ্ঠিত হবে। ভারতের বিভিন্ন প্রান্তেই হবে ট্রায়াল। দিল্লি ও পাটনা এইমস এই তালিকায় রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts