Health

ফলের রস এই ভাবে খেলে খারাপ হবে কিডনি, জানাল গবেষণা

Published by
News Desk

ফলের রসে অনেকেই একটু চিনি গুলে খেতে পছন্দ করেন। অনেকে জলেও চিনি গুলে খান। অথবা সোডায়। কিন্তু এসবই তাঁদের কিডনির জন্য গোপনে ভয়ংকর রোগের জন্ম দিচ্ছে।

এভাবে চিনি গুলে ফলের রস থেকে অন্য কোনও পানীয় পান করলে সিকেডি বা ক্রনিক কিডনি ডিসঅর্ডারের জন্ম দেয়। এমনই জানাচ্ছেন গবেষকরা। সকলকে এ বিষয়ে সতর্কও করছেন তাঁরা।

গবেষকরা বলছেন, তাঁরা কিছুটা অবাক এই দেখে যে ফ্লেভার দেওয়া জল বা মিষ্টি জলও কিডনির জন্য ভয়ংকর। প্রায় ৩ হাজারের ওপর স্বাভাবিকভাবে কার্যকরী কিডনি থাকা নারী-পুরুষকে পরীক্ষার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকেরা। তবে ঠিক কী কী ধরণের পানীয় সিকেডি সৃষ্টি করছে তার তালিকা এখনও প্রস্তুত হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts