ল্যাবরেটরি, প্রতীকী ছবি
লন্ডন : করোনা চিকিৎসায় নতুন দিগন্ত হয়তো খুলে গেল। কারণ গবেষকেরা এমন এক ওষুধের সন্ধান পেলেন যা করোনা রুখতে দারুণ কার্যকরী। অন্তত গবেষকেরা তেমনই দাবি করছেন।
বর্তমানে করোনা চিকিৎসায় ফ্যাবিফ্লু, রেমডেসিভির এখন ব্যবহার করছেন চিকিৎসকেরা। তবে তার চেয়েও কার্যকরী একটি ওষুধের সন্ধান পাওয়া গিয়েছে বলে মনে করছেন গবেষকেরা।
রাশিয়ায় ইনফ্লুয়েঞ্জা-র চিকিৎসায় ব্যবহার হয় অ্যাপরোটিনিন এরোজোল। এই ওষুধ করোনা রোগীর চিকিৎসায় দারুণ কার্যকরী হতে পারে বলে জানিয়েছেন ব্রিটেনের কেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। অ্যাপরোটিনিন এমনই ওষুধ যা ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ সারাতে সিদ্ধহস্ত বলে দাবি করেছেন তাঁরা।
ইতিমধ্যেই এই ওষুধ করোনা চিকিৎসায় প্রয়োগ করে সুফল পেয়েছেন গবেষকেরা। ওষুধটি ইনফ্লুয়েঞ্জায় দারুণ কার্যকরী। গবেষকেরা জানাচ্ছেন কারও দেহে করোনা বাসা বেঁধেছে এটা যদি দ্রুত জানা যায় তাহলে এই অ্যাপরোটিনিন এরোজোল দারুণভাবে কাজ করতে সক্ষম।
বিভিন্ন কোষে করোনা তার প্রভাব ফেলার পর করোনারোধী হিসাবে অ্যাপরোটিনিন এরোজোল দারুণভাবে কাজ করছে বলে দাবি করেছেন তাঁরা।
করোনা দ্রুত ধরা পড়ার পরই যদি এই অ্যাপরোটিনিন চালু করা যায় তাহলে তা করোনাকে ছড়িয়ে পড়তে দেয়না এবং করোনার ভয়ংকর হয়ে ওঠা আটকায় বলেও জানিয়েছেন গবেষকেরা।
অবশ্যই করোনা যখন তার দ্বিতীয় ঢেউ শুরু করে দিয়েছে। যখন ফের নতুন করে ফ্রান্সে লকডাউন হয়েছে। যখন ইউরোপ জুড়ে ফের করোনা আতঙ্কের ছায়া লম্বা হচ্ছে, ঠিক তখনই এমন একটি গবেষণালব্ধ করোনা চিকিৎসা নিয়ে ভেবে দেখতে হয়তো শুরু করবেন চিকিৎসকেরা। কারণ ইতিমধ্যেই এই অ্যাপরোটিনিন এরোজোল করোনা রোগীদের ওপর প্রয়োগ করে গবেষণায় সাফল্য মিলেছে।
এখন তা যদি করোনা রোগের চিকিৎসায় সত্যিই কাজ করতে শুরু করে তাহলে একটা যুগান্ত তৈরি হবে সন্দেহ নেই। তবে এটা পুরোটাই কয়েকজন গবেষকের দাবি মাত্র। তাই হয়তো বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।
তবে যে রাস্তা গবেষকেরা অ্যাপরোটিনিন এরোজোল দিয়ে দেখিয়ে দিলেন তা কার্যকরী সত্যিই হলে তা পুরো বিশ্ববাসীর জন্যই মঙ্গলের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা