Health

কোন ব্লাড গ্রুপে করোনার ঝুঁকি কম জানাল গবেষণা

কোন ব্লাড গ্রুপে সংক্রমণের ঝুঁকি কম থাকে তা জানালেন গবেষকেরা। আবার কোন ব্লাড গ্রুপের মানুষজনের করোনার ঝুঁকি বেশি তাও জানানো হয়েছে।

Published by
News Desk

লন্ডন : শারীরিক নানা বিষয়ের ওপর নির্ভর করছে করোনা হওয়ার সম্ভাবনা কার বেশি বা কার কম। সাধারণ মানুষও জানতে চান তাঁর করোনা হওয়ার সম্ভাবনা বেশি না কম।

মানুষের শরীরে নানা গ্রুপের রক্ত থাকে। সাধারণভাবে দেখা যায় ‘এ’, ‘বি’, ‘এবি’ এবং ‘ও’, গ্রুপের রক্ত প্রবাহিত হয় মানুষের দেহে। রক্তের গ্রুপ অনুযায়ী মানুষ কতটা ভাইরাস সংক্রমণের শিকার হতে পারেন তার ওপর গবেষণা চলছে। তেমনই একটি গবেষণা হয় ডেনমার্কে। সেই গবেষণায় উঠে এসেছে বেশ কিছু তথ্য।

গবেষকরা জানাচ্ছেন যাঁদের ব্লাড গ্রুপ ‘ও’ তাঁদের করোনা হওয়ার সম্ভাবনা তুলনায় কম। ২৭ ফেব্রুয়ারি ২০২০ থেকে ৩০ জুলাই ২০২০ পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন, ও গ্রুপের মানুষজনের মধ্যে করোনা হওয়ার সম্ভাবনা অনেক কম।

গবেষকরা আরও জানিয়েছেন এবি গ্রুপের মানুষজন আবার ঠিক উল্টোটা। তাঁদের করোনা হওয়ার সম্ভাবনা আবার অন্যদের চেয়ে বেশি। তবে শুধু এবি বলেই নয়, এ এবং বি গ্রুপের মানুষজনেরও করোনা হওয়ার সম্ভাবনা যথেষ্ট। তুলনায় কম কেবল ও গ্রুপের মানুষজন।

তবে এটা কেবল একটি বিষয় মাত্র। করোনা হওয়ার জন্য আরও নানা বিষয় জড়িত থাকে। রক্তের গ্রুপ করোনাকে কিছুটা হলেও রুখে দিতে পারে বলে এর আগেও গবেষণায় প্রকাশ করা হয়েছে। গবেষকদের ধারণা, রক্তের গ্রুপের ওপর নির্ভর করে কোন ব্যক্তি কতটা ভাইরাস সংক্রমণের শিকার হতে পারেন।

এ, বি এবং এবি গ্রুপের মানুষজনের ক্ষেত্রে থ্রম্বোসিস ও হৃদযন্ত্রের সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যেসব রোগী করোনা নিয়ে হাসপাতালে ভর্তি তাঁদের ক্ষেত্রে এটা কোমর্বিডিটি-র কাজ করে। যা আখেরে করোনা থেকে বড় ধরনের সমস্যার পরিস্থিতি সৃষ্টি করে।

সব মিলিয়ে মানুষের রক্তের গ্রুপও যে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম তা আরও পরিস্কার করল ডেনমার্কের গবেষকদের গবেষণা। যা মানবসভ্যতার জন্য একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk